ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠল বাংলার এক প্রান্ত। এবার বহরমপুরের (Baharampur) একটি গ্রামে বোমা বিস্ফোরণে আহত হয় এক মহিলা ও এক শিশু। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানা এলাকার নিয়াল্লিসপাড়ার গোয়ালজন এলাকার বহড়া গ্রামে। সূত্রের খবর, পাশের মাঠ থকে একটি পরিত্যক্ত ব্যাগে করে বাড়িতে বোমা নিয়ে এসেছিল ওই কিশোর। আর তাতেই হয় ভয়াবহ বিস্ফোরণ। আহত শিশুর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুজনেরই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা চলেছে। কে বা গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
বল ভেবে বাড়িতে বোমা নিয়ে আসায় বিপত্তি
জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যের দিকে ওই ব্যাগটি নিয়ে এসেছিল ৯ বছরের ওই নাবালক। সকালে ওই ব্যাগ খুলে তাঁর পরিবারেরর সদস্যরা দেখতে পায় ব্যাগের মধ্যে রয়েছে সকেট বোমা। তড়িঘড়ি সেটি ফেলে আসতে যান ওই মহিলা। তখনই বাড়ির মধ্যেই তা ফেঁটে যায়। বাচ্চাটির শরীরের নীচের অংশে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া মহিলাটিও আহত হয়েছেন।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই এলাকায় আগেই কেউ সকেট বোমা রেখে গিয়েছিলেন। শিশুটি কিছু না বুঝেই ঘরে নিয়ে আসার কারণে বিপত্তি ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বোমার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়িগুলিও কেঁপে উঠেছিল। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।