২০০২ এ গোধরা হিংসা কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম কালিমালিপ্ত করার জন্য রেজোলিউশন পাশ গুজরাটের বিধানসভার। এছাড়া বিবিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন কেন্দ্রকে । শুক্রবার অধ্যদেশ পাশ করার সময় মন্ত্রী হর্য সংভি জানান " এই তথ্যচিত্র শুধু মোদীর অপমান নয় এটা সমগ্র ১৩০ কোটি ভারতবীসার অপমান"।
প্রসঙ্গত জানুয়ারি মাসে বিবিসি ইন্ডিয়ার তরফে একটি তথ্যচিত্র প্রকাশ করা হয় যার নাম ছিল "ইন্ডিয়া-দ্য মোদী কোয়েশ্চিন"। যেখানে বিষয়বস্তু ছিল গুজরাটের দাঙ্গা। যেখানে দাঙ্গার সময়ে একজন নেতা এবং মুখ্যমন্ত্রী হিসেবে মোদীকে নিয়ে প্রশ্ন তুলেছিল এই তথ্য চিত্র। তাও আবার এমন সময় যখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে মোদীকে ক্লিনচিট দেওয়া হয়েছে।
মিনিষ্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স এই তথ্যচিত্রকে ষড়যন্ত্র বলে চিহ্নিত করেছে এবং এটি ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন ঘটায় বলে বিবৃতি দিয়েছে।
ব্রিটিশ ফরেন সেক্রেটারি জেমস ক্লেভারলি বিবিসির অফিসে আয়কর দফতরের হানার বিষয়টি দ্বিপাক্ষিক বৈঠকের মধ্যেও তুলেছেন বলে জানা গেছে। এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন যে, বিবিসি একটি স্বনিয়ন্ত্রিত সংস্থা এবং এর সঙ্গে ব্রিটেন সরকারের কোন যোগ নেই।
তথ্যচিত্রের সঙ্গে জড়িত ইউটিউব বা টুইটারের লিঙ্ক বন্ধ করা আদেশ জারি করে কেন্দ্রীয় সরকার। এছাড়া ফেব্রুয়ারীতে বিবিসির দফতরে চালানো হয় আয়কর অভিযান।
Gujarat Assembly passes resolution against BBC documentary
Read @ANI Story | https://t.co/VtAA82w9tT#GujaratAssembly #BBCDocumentary #harshsanghavi #PMModi pic.twitter.com/9zodh41KZA
— ANI Digital (@ani_digital) March 10, 2023
gujarat-assembly-passes-resolution-against-bbc-documentary