COVID-19 Impact: লকডাউনের খেল, চার দশকে এই প্রথম ভারতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমল
ভারতে কমেছে বায়ুদূষণ (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৩ মে: নভেল করোনাভাইরাসের প্রাবল্যে লকডাউনে গোটা দেশ। ইতিমধ্যেই চতুর্থ পর্যায়ের লকডাউনের ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই লকডাউনের জেরে দেশের অর্থনীতি খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। দৈনন্দিন জীবনও বিরাট প্রভাব পড়েছে। যাইহোক গত চার দশকে এই প্রথম ভারতে কার্বন ডাই অক্সাইডের নির্গমন (emission of CO2) উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ক্লিন এনার্জি বেড়েছে। এসবের কৃতিত্ব অবশ্যই লকডাউনের প্রাপ্য। মার্চ ২০২০ আর্থিক বর্ষেই কার্বন ডাই অক্সাইডের নির্গমণ ১ শতাংশ কমেছিল। লাউরি মিললিভিরতা ও সুনীল দাহিয়ার বিশ্লেষণাত্মক রিপোর্ট বলছে, মার্চে ভারতে কার্বন ডাই অক্সাইডের নির্গমন ১৫ শতাংশ কমেছে। এপ্রিলে ৩০ শতাংশ কমেছে। আরও পড়ুন-Madhya Pradesh: মহারাষ্ট্রের নাসিক থেকে হেঁটে ফিরছেন মধ্যপ্রদেশের সাতনায়, পথেই সন্তানের জন্ম দিলেন পরিযায়ী শ্রমিক

২০১৯-২০ অর্থবর্ষে ৩০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমেছে। মার্চে পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎপাদন ৬.৪ শতাংশ বেড়েছে। এবং এপ্রিলের প্রথম তিন মাসে ১.৪ শতাংশ কমেছে। মার্চে কয়লা থেকে উৎপন্ন শক্তি ১৫ শতাংশ কমেছে। এপ্রিলের তিন সপ্তাহে কমেছে ৩১ শতাংশ। তেলের ব্যবহারও হ্রাস পেয়েছে। মার্চে ১৮ শতাংশ কমেছে। তেলের ব্যবহার ক্রমাগত হ্রাস পাওয়াতেই বাতাসে কার্বন ডাই অক্সাইডের হারও উল্লেখযোগ্য হারে কমে গেছে।