Petrol Price Hike (Photo Credits: Pixabay)

কলকাতাঃ ধুঁকছে শেয়ার বাজার (Share Market)। টলমলে বিশ্ব অর্থনীতি (World Economy)। বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম (Price)। যার জেরে একপ্রকার মাথায় হাত মধ্যবিত্তের (Middle Class)। তবে এরই মধ্যে খুশির খবর। ১৫ এপ্রিল রাত ১২ টা থেকে কমতে পারে পেট্রোল, ডিজেলের দাম। সূত্রের খবর, পেট্রোলের দাম ৮ থেকে ৮.৫০ টাকা কমতে পারে। অন্যদিকে ডিজেলের দাম কমতে পারে ৫.৫০ টাকা থেকে ৭ টাকা। শুধু পেট্রোল, ডিজেলই নয় কমতে পারে কেরোসিন ও হালকা পেট্রোলের দামও।

আজ কলকাতায় কত পেট্রোল ডিজেলের দাম?

সূত্র বলছে, কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, ঈদের আগেই দেশব্যাপী কেরোসিনের দাম ১ টাকা করে কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে পেট্রোল ও ডিজেলের দামের কোনও হেরফের হয়নি। আজ, ১৫ এপ্রিল কলকাতায় দাম  প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা। ডিজেল বিকোচ্ছে ৯১.৮২ টাকা প্রতি লিটারে।  বিশেষজ্ঞদের মতে, পেট্রোল ডিজেলের দাম কমলে দেশীয় অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব পড়বে। কারণ পেটড়োল-ডিজেলের দাম কমলে পরিবহন ব্যবস্থায় উন্নতি ঘটবে। আর তাতেই সার্বিকভাবে উন্নতি হবে দেশীয় অর্থনীতির। নববর্ষে তেলের দাম কমলে খানিক স্বস্তি পাবে বাঙালিও।

 নববর্ষে খুশির খবর, কমছে পেট্রোল ডিজেলের দাম