
মন্দিরে ঈশ্বর দর্শনে গিয়ে তরুণীর আপত্তিকর ছবি তুললেন এক বয়স্ক ব্যক্তি। বুড়ো বয়সে ভীমরতি হয়তো একেই বলে। রাজস্থানের (Rajasthan) মাউন্ট আবুতে (Mount Abu) দিলওয়ারা জৈন মন্দিরের বাইরে ঘটা জঘন্য ঘটনা ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ওই বয়স্ক ব্যক্তিকে হাতেনাতে ধরেছেন তরুণী। ধরা পড়তেই তাড়াহুড়ো করে তরুণীর পায়ের ছবি ফোন থেকে মুছে ফেলেন তিনি।
ঈশ্বর দর্শনের জন্যে দিলওয়ারা জৈন মন্দিরের বাইরে অপেক্ষা করছিলেন ভক্তরা। ভিড়ের মধ্যে ছিলেন ওই বয়স্ক ব্যক্তিও। যিনি তাঁর উলটো দিকে বসে অপেক্ষারত এক মহিলার ছবি ক্যামেরাবন্দি করেন। ছোট পোশাকে থাকা ওই মহিলার পা ছিল উন্মুক্ত। হাঁটুর বেশ কিছুটা উপর অবধি ছিল তাঁর পোশাকটি। তরুণীর উন্মুক্ত পা দেখে নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি। ফোন বের করে চুপুচুপি তা ক্যামেরাবন্দি করেন ওই ব্যক্তি।
চুপিচুপি তরুণীর ছবি তুলে ধরা পড়লেন প্রবীণঃ
View this post on Instagram
বেশ কিছুক্ষণ লক্ষ্য করার পর সামনে বসে থাকা বয়স্ক ব্যক্তির আচরণে সন্দেহ হয় তরুণীর। সোজা উঠে আসেন তাঁর কাছে। লোকটিকে বলেন, ফোনের গ্যালারি খুলতে। আর তা খুলতেই সবার প্রথমে তরুণী নিজের পায়ের ছবি দেখতে পেলেন। যে ছবি গোপনে তুলেছেন ওই ব্যক্তি। এমন ছবি দেখে বেজায় রেগে যান তরুণী। ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞাসা করেন, 'এটা কী করছেন আপনি? কেন তুলছেন আমার পায়ের ছবি?'। ধরা পড়তেই তৎক্ষণাৎ ছবটি ফোন থেকে মুছে ফেলেন প্রবীণ।