ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ থমকে গেল ব্যস্ত সড়ক (Road)। রাস্তার মাঝে একে অপরকে জাপটে ধরে আলিঙ্গন (Hug) যুগলের (Couple)। তাঁদের আলাদা করে শেষমেশ হস্তক্ষেপ করতে হল ট্রাফিক পুলিশকে (Traffic Police)। আর এই ঘটনার একটি ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের পিম্পল সওদাগর এলাকায়। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তার মাঝে একে অপরকে জাপটে ধরে দাঁড়িয়ে রয়েছেন এক যুগল। তাঁদের দেখে দাঁড়িয়ে গিয়েছে গাড়িঘোড়া। যুগলের কীর্তি দেখছেন পথচলতি মানুষ। রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় শেষমেশ পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় ট্রাফিক পুলিশকে।

আরও পড়ুনঃ বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে বিপত্তি, সোজা নর্দমায় গিয়ে পড়লেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

পুণের রাস্তায় যুগলের আলিঙ্গন, ভাইরাল ভিডিয়ো

এরপর পুলিশের অনুরোধে রাস্তার মাঝখান থেকে সরে যান ওই যুবক। ভিডিয়োটি ‘পুণে ফার্স্ট’ নামক একটি অ্যাকাউন্ট থেকে এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ভাইরাল ভিডিয়োটিতে লক্ষ লক্ষ ভিউজ। ভিডিয়োটি শেয়ারও হয়েছে ঝড়ের গতিতে। এই ভিডিয়োতে মজার মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। আবার যুগলের এই কাণ্ডতে বিরক্তি প্রকাশ করেছেন কেউ-কেউ।

মাঝরাস্তায় একে অপরকে জাপটে ধরে আলিঙ্গন, স্তব্ধ রাস্তা, যুগলের কীর্তিতে 'রেগে লাল' ট্রাফিক পুলিশ