নয়াদিল্লিঃ বাইক (Bike) নিয়ে কেরামতি দেখাতে গিয়েছিলেন। শেষ পর্যন্ত রক্ষা হল না। বাইক নিজে সোজা ড্রেনে (Drain) উল্টে পড়লেন তরুণ। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হল ভিডিয়ো। ‘ভবেশ_গয়াল_০৪’ নামক একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে বাইক নিয়ে এগিয়ে আসছেন এক তরুণ। ভালই গতিতে রয়েছে বাইকটি। আচমকাই থামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নর্দমায় পড়ে গেলেন ওই যুবক।
বাইক নিয়ে সোজা নর্দমায়, ভাইরাল তরুণের কীর্তি
শত চেষ্টা করেও বাইক থামিয়ে নিজেকে বাঁচাতে পারলেন না তিনি। সঙ্গে বাইকটিও পড়ে যায় ওই নর্দমাতেই। তাঁকে উদ্ধার করতে ছুটে আসেন একজন প্রত্যক্ষদর্শী। তিনিই নর্দমা থেকে উঠতে সাহায্য করেন ওই তরুণকে। ভিডিয়ো দেখে অনুমান, এই ঘটনায় ভালই চোট পেয়েছেন ওই যুবক। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। এই ভাইরাল ভিডিয়োতে নান নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, "এত জোরে বাইক চালালে এমনই হবে।" কেউ আবার ওই তরুণের সুস্থতা কামনা করেছেন।
বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে বিপত্তি, সোজা নর্দমায় গিয়ে পড়লেন তরুণ, ভাইরাল ভিডিয়ো
https://t.co/aKcedmxV2h pic.twitter.com/Fv5I3cKlvw
— Anonymous_girl (@srutimisra_789) April 15, 2025
আরও পড়ুনঃ ট্রেনের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তরুণী ইনফ্লুয়েন্সরের কীর্তি