এই গাড়িতে আটকেই প্রাণ যায় ওই দুই শিশুর (ছবিঃX)

নয়াদিল্লিঃ পার্ক (Park) করা গাড়ির (Car)মধ্যে দমবন্ধ হয়ে মৃত্যু দুই শিশুর (Children)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) রাঙ্গারেড্ডি জেলার চেভেল্লা মণ্ডলের দামারগিদ্দা গ্রামে । মৃত শিশুদের বয়স পাঁচ ও আট। সম্পর্কে দুই বোন তারা। ওই গ্রামে এক আত্মীয়ের বিয়েতে এসে এই মর্মান্তিক পরিণতি হয় ওই দুই শিশুর। জানা গিয়েছে, কাকার বিয়ে উপলক্ষে চেভেল্লা মণ্ডলের পামানা গ্রামে এসেছিল ওই দুই শিশু। দাদুর বাড়িতে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলছিল তারা। খেলতে খেলতে বাড়িস সামনে দাঁড়ানো একটি গাড়িতে উঠে পড়ে ওই দুই শিশুকন্যা। গাড়িতে উঠে দরজা বন্ধ করে দেয় তারা। পরে আর সেই দরজা খুলতে পারেনি তারা।

গাড়িতে আটকে মৃত্যু দুই শিশুর

বিয়েবাড়িতে সকলে ব্যস্ত থাকায় গাড়ির দিকে নজর যায়নি কারও। কিছুক্ষণ পর শিশুদের খোঁজাখুঁজি শুরু করেন তাদের বাবা-মা। সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যায়নি ওই দুই শিশুকে। এরপরই বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় ওই দুই শিশু কন্যাকে। গাড়ির ভিতরে অচেতন অবস্থায় পাওয়া যায় তাদের। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় শোকের ছায়া গোটা বিয়েবাড়িতে। অন্যদিকে ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খেলতে খেলতে মর্মান্তিক পরিণতি, বন্ধ গাড়িতে আটকে মৃত্যু ২ শিশুর