![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/05/exam-Pixabay-380x214.jpg)
নতুন দিল্লি, ৪ ডিসেম্বর: ২০২০ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার সময় সূচি প্রকাশ করলে আইসিএসই বোর্ড (ICSE EXAMINATION)। আগামী বছরের জুনের প্রথম সপ্তাহেই আইসিএসই-র মাধ্যমিকের ফল ঘোষণা হবে। মার্কশিট বা ফলাফল সংক্রান্ত কোনও খবর কাউন্সিলের অফিস থেকে মিলবে না। পরীক্ষার্থী বা তার অভিভাবকরা এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগেই সবাইকে হলে পৌঁছে রিপোর্ট করতে হবে। পরীক্ষার হলে পড়ুয়া যদি কোনওরকম দুর্নীতিতে জড়ায়, বা বাইরে থেকে কারোর সহযোগিতায় উত্তরপত্র তৈরির চেষ্টা করে তাহলে তারজন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। অপরাধ প্রমাণিত হলে ওই পড়ুয়ার উত্তরপত্র বাতিল হবে শুধু তাই নয়, আগে যে যে পরীক্ষাগুলি সে দিয়েছে তা-ও বাতিল হিসেবেই গন্য হবে। আরও পড়ুন-India is a Hindu Rashtra: ১০০ কোটি হিন্দু বসবাস করে, তাই ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বললেন বিজেপি নেতা
যারা ২০২০ শিক্ষাবর্ষে আইসিএসই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। ২০২১ সালে দ্বিতীয় বারের জন্য তারা যাতে পরীক্ষায় বসতে পারে তার ব্যবস্থাও রয়েছে। সেজন্য পাস সার্টিফিকেট জোগাড় করতে হবে। তাদের জন্য ২০২১ শিক্ষাবর্ষে সাপ্লিমেন্টারি পরীক্ষার আয়োজন করা হবে। সেই পরীক্ষাগুলিই দ্বিতীয়বারের জন্য পরীক্ষার্থী দিতে পারবে, যেগুলিতে সে অকৃতকার্য হয়েছে। যারা প্রথমবারের মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারবে না তার ২০২০-র জুলাই আগস্ট মাসে দ্বিতীয়বার পরীক্ষায় বসার জন্য সাপ্লিমেন্টারির আবেদন করতে পারে অনলাইনে। স্কুলের প্রধানের সহায়তাতেই এই কাজ সম্পূর্ণ করা যাবে। এই ধরনের আবেদনে শেষ দিন হল ২০২০-৩১ আগস্ট।
দিন ও তারিখ | সময় | বিষয় | ঘণ্টা |
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার
|
১১ টা | ইংরেজি ভাষা – প্রথম পত্র | ২ ঘণ্টা |
২৮ ফেব্রুয়ারি শুক্রবার
|
১১টা | পরিবেশ বিজ্ঞান (ঐচ্ছিক) | ২ ঘণ্টা |
২৯ ফেব্রুয়ারি শনিবার
|
৯টা | অঙ্কন প্রথম পত্র | ৩ ঘণ্টা |
৩ মার্চ মঙ্গলবার
|
১১টা | গণিত | ২ ঘণ্টা ৩০ মিনিট |
৪ মার্চ বুধবার | ১১ টা | কর্মাশিাল স্টাডিজ (বিভাগ-২ ঐচ্ছিক) | ২ ঘণ্টা |
৬ মার্চ শুক্রবার | ১১ টা | ইংরেজি সাহিত্য প্রথম পত্র | ২ ঘণ্টা |
৭ মার্চ শনিবার | সকাল ৯টা
সকাল ১১টা. |
অঙ্কন দ্বিতীয় পত্র (ছবি আঁকা)
ফরাসী/ সংস্কৃতি(বিভাগ-২ ঐচ্ছিক) |
৩ ঘণ্টা
২ ঘণ্টা .
|
১১ মার্চ বুধবার | সকাল ১১টা | ইতিহাস ও সভ্যতা প্রথম | পত্র ২ ঘণ্টা |
১৩ মার্চ শুক্রবার
|
সকাল ১১টা | পদার্থ বিদ্যা – প্রথম পত্র | ২ ঘণ্টা |
১৪ মার্চ শনিবার | সকাল ৯টা | অঙ্কন তৃতীয় পত্র | ৩ ঘণ্টা |
১৬ মার্চ সোমবার | সকাল ১১টা | রসায়ন দ্বিতীয় পত্র | ২ ঘণ্টা |
১৮ মার্চ বুধবার | সকাল ১১টা. | দ্বিতীয় ভাষা:
নাগা, অহমিয়া, বাংলা, ডোজঙ্খা, গারো, গুজরাতি, কন্নড়, খাসি, লেপচা, মিজো, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি,ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, তামিল, তাংকুল, তেলগু, উর্দু আধুনিক বিদেশি ভাষা: আরবি, চিনা, ফরাসী, জার্মান, কোরিয়ান, আধুনিক আর্মেনিয়ান, পর্তুগিজ, স্প্যানিশ, থাই, তিব্বতী |
৩ ঘণ্টা |
২০ মার্চ শুক্রবার
|
সকাল ১১টা | ভূগোল দ্বিতীয় পত্র | ২ ঘণ্টা |
২১ মার্চ শনিবার | সকাল ৯টা | অঙ্কন চতুর্থ পত্র | ৩ ঘণ্টা |
২৩ মার্চ সোমবার | সকাল ১১টা | (বিভাগ-৩ ঐচ্ছিক)
কর্ণাটক সংগীত, কমার্শিয়াল অ্যাপ্লিকেশনস,কম্পিউটার অ্যাপ্লিকেশনস, কুকারি ড্রামা, ইকোনমিক অ্যাপ্লিকেশনস, এনভায়রনমেন্ট অ্যাপ্লিকেশনস, ফ্যাশন ডিজাইনিং, ফরাসী, জার্মান, ভারতীয় সংগীত, গৃহ বিজ্ঞান, ভারতীয় ডান্স, গণমাধ্যম ও গণজ্ঞাপন, কর্ম শিক্ষা, স্প্যানিশ, ওয়েস্টার্ন মিউজিক, যোগা
টেকনিক্যাল ড্রয়িং অ্যাপ্লিকেশনস
|
২ ঘণ্টা
.
৩ ঘণ্টা
|
২৬ মার্চ বৃহস্পতিবার | সকাল ১১টা | হিন্দি | ৩ ঘণ্টা
|
২৭ মার্চ শুক্রবার | সকাল ১১ টা
|
অর্থনীতি (বিভাগ-২ ঐচ্ছিক) | ২ ঘণ্টা |
৩০ মার্চ সোমবার | সকাল ১১টা | জীবন বিজ্ঞান তৃতীয়পত্র | ২ ঘণ্টা |