১০ মাসের মধ্যে বিনিয়োগ করা টাকার ডবল ফেরত দেওয়া হবে। ভুয়ো ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) এইভাবে প্রচার করে সাধারণ জনতার কোটি কোটি টাকা লুঠ করেছিল এক গোষ্ঠী। কিন্তু সময় পেরোলে বিনিয়োগকারীরা টাকা তো পাননি, উল্টে সেই এজেন্টদেরও পাত্তা পাওয়া যাচ্ছিল না। আর তারপরেই প্রশাসনের দারস্থ হয় হরিয়ানা, জম্মু ও লেহ-এর একাধিক বিনিয়োগকারীরা। এরপর এই কেস হাতে আসে ইডির (Enforcement Directorate)। তারপর এই তিন রাজ্যে গত ২ অগাস্ট থেকে শুরু হয় তল্লাশি অভিযান। আর তাতেই উদ্ধার হয় কমপক্ষে ১ কোটি টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলেই খবর।
তবে তদন্তসূত্রে জানা গিয়েছে ইমোলিয়েন্ট কয়েন নামে এই সংস্থা ২০১৭ সালে ব্রিটেনে শুরু হয়ছিল। পরবর্তীকালে হরিয়ানার সোনিপাতের নরেশ গুলিয়া এই সংস্থার প্রচার করে। অন্যদিকে লেহতে প্রচার করেছিলেন অজয় কুমার চৌধুরী ও আত্তিউল রহমান মীর। এই আত্তিউল রহমান মীর আবার চরণজিৎ সিং ওরফে চুন্নির সঙ্গে জম্মুতেও প্রচার চালায়। বর্তমানে এই চার অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ED busts fake cryptocurrency racket during raids in J&K, Ladakh, Haryana
· ED officials said the search and raid operation was undertaken on August 2 under the provisions of the Prevention of Money Laundering Act (PMLA)
🔗: https://t.co/62ywMXeGF8 pic.twitter.com/RQPhgHXO6m
— IANS (@ians_india) August 4, 2024
জানা যাচ্ছে অভিযুক্তরা আরও বেশি পরিমাণ টাকা হাতিয়েছে। তবে বাজেয়াপ্ত হওয়া টাকা ও নথি কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে তা নির্দিষ্ট করে এখনও অফিসাররা কিছুই জানায়নি। সকলে দেশের মধ্যে রয়েছে বলে অনুমান ইডি আধিকারিকদের। আর এই প্রতারকদের আরও অনেক বড় চক্র রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই কারণে এখনও তল্লাশি জারি রাখা হয়েছে।