
এবার মুম্বই বিমানবন্দর (Mumbai Airport) থেকে উদ্ধার হল ৬ কেজির বেশি সোনা। জানা যাচ্ছে, শনিবাার ব্যাংকক থেকে মুম্বইগামী একটি বিমানে করে সোনার বিস্কুট পাচার হচ্ছিল। কিন্তু তল্লাশি অভিযানে এক ব্যক্তির জুতো থেকে উদ্ধার হয় এই সোনাগুলি। ইতিমধ্যেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে আটক করা হয়েছে অভিযুক্ত যাত্রীকে। অভিযুক্তকে জেরা করে ক্রেতার হদিশ পাওয়া যায়। ঘটনাচক্রে সেও বিমানবন্দর চত্বরেই ছিল। ফলে তাঁকেও এদিন গ্রেফতার করা হয়েছে।
তল্লাশি অভিযানে উদ্ধার সোনা
জানা যাচ্ছে, গোপনসূত্রে খবর পেয়ে এদিন টিজি ৩১৭ নামে একটি বিমানে নামা যাত্রীদের ওপর নজর রাখছিল নিরাপত্তারক্ষীরা। তখনই এক ব্যক্তিকে দেখে তাঁদের সন্দেহ হয়। তল্লাশি অভিযানে তাঁর জুতো থেকে ১৪টি বিদেশী সোনা উদ্ধার হয়। যার ওজন ছিল ৬৭৩৫.৪২ কেজি। আন্তর্জাতিক বাজারে এর বাজারমূল্য ছিল ৬.৩০ কোটি টাকা।
দেখুন পোস্ট
Acting on specific intelligence, DRI officers intercepted a passenger on flight TG 317 from Bangkok to Mumbai. A search led to the recovery of 14 foreign-origin gold bars, weighing 6735.42 gm and valued at Rs. 6.30 Crores, hidden in the passenger's shoe. The passenger revealed… pic.twitter.com/KNVmnUvZEp
— IANS (@ians_india) April 12, 2025
আটক দুই অভিযুক্ত
আটক হওয়া ব্যক্তিকে বিমানবন্দরের অফিসে জেরা করে জানা যায়, সোনার ক্রেতা সেখানেই অপেক্ষা করছে। যার ফলে শুরু হয় তল্লাশি অভিযান। তখনই ওই ব্যক্তিকেও আটক করা হয়। দুই অভিযুক্তের বিরুদ্ধেই কাস্টমস অ্যাক্ট ১৯৬২ অধীনে মামলা রুজু করা হয়।