
চেন্নাই, ১২ এপ্রিল: তামিলনাড়ুর বিজেপি নয়া রাজ্য সভাপতি হিসেবে রাজ্যের প্রাক্তন AIADMK-র মন্ত্রী নাইনার নগেন্দ্রন (Nainar Nagendran)-র নাম ঘোষণা করা হল। আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে কে আন্নামালাই-য়ের পরিবর্তে তিনবারের বিধায়ক নাইনার-কে তামিলনাডু় বিজেপির সিংহাসনে বসালেন অমিত শাহ, জেপি নাড্ডা-রা। এর ফলে একটা মিথ ভাঙল। দলবদলে আসা নেতাদের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়ক করলেও দলের রাজ্য ইউনিটের মাথায় বসায় না বিজেপি। এই মিথ ভেঙে তামিলনাড়ুতে জয়ললিতার দল ছেড়ে বিজেপিতে আসা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকেই রাজ্য সভাপতির পদে বসাল বিজেপি।
আন্নামালাই-কে পূর্ণ ক্ষমতা দিয়েও শাহরা হতাশ হন
কে আন্নামালাই চূড়ান্ত হতাশ করার পর তামিলনাড়ুতে বিজেপির বাজি এবার প্রয়াত জয়ললিতার ঘনিষ্ঠ নেতা নাইনার নগেন্দ্রন। বুধবার তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে একমাত্র নাইনার-ই মনোয়ন জমা দিয়েছিলেন। রীতি মেনেই তাঁর নাম প্রস্তাব করেন প্রাক্তন হতে চলা রাজ্য সভাপতি আন্নামালাই। আনুষ্ঠানিকভাবে রাজ্যের বিধায়ক নাইনার নগেন্দ্রন-র নাম তামিলনাড়ুর রাজ্য সভাপতি হিসেবে ঘোষণা করতে চলেছে বিজেপি। গত বছর তিরুভলি লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে কংগ্রেসের রবার্ট ব্রুসের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরেছিলেন নাইনার।
তামিলনাড়ুর ১৩তম রাজ্য সভাপতি হলেন নাইনার নগেন্দ্রন
BJP legislator Nainar Nagenthran declared Tamil Nadu unit president at party meeting in Chennai
— Press Trust of India (@PTI_News) April 12, 2025
কে এই নাইনার নগেন্দ্রন
জয়ললিতার আমলে রাজ্যের মন্ত্রী থাকা নাইনার নগেন্দ্রন তিরুনেভলি বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতে গত বিধানসভায় বিধায়ক হয়েছিলেন। ২০০১ সাল থেকে তিরুনেভলি কেন্দ্রে ভোটে দাঁড়াচ্ছেন নাইনার। একবার তিনি জেতেন, তো পরের বার হারেন। ২০০১ থেকে এমনটাই হয়ে এসেছে তার সঙ্গে। ২০০১ বিধানসভা ভোটে জিতে প্রথমবার AIADMK-র বিধায়ক হন নাইনার। তবে পাঁচ বছর পর বিধানসভা ভোটে এই আসন থেকেই DMK- এর প্রার্থীর কাছে হেরে যান জয়ললিতার পছন্দের নেতা নাইনার। এরপর ২০১১ তামিলনাড়ু বিধানসভা ভোটে AIADMK-র হয়ে দাঁড়িয়ে জিতে ফের বিধায়ক হন।এই আসনে পাঁচ বছরের ব্যবধানে জেতা-হারের বৃত্তে ২০১৬ বিধানসভা DMK- প্রার্থীর কাছে হেরে যান নাইানর। তবে জয়ললিতার মৃত্যুর পর ২০১৭ সালের অগাস্টে AIADMK-ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর ২০২১ বিধানসভা ভোটে বিজেপির টিকিটে দাঁড়িয়ে বড় ব্যবধানে জেতেন নাইনার।
বিতর্কে জড়িয়েছেন বারবার
জয়ললিতার আমলে ২০০১ সালে নাইনার রাজ্যের বিদ্যুত, পরিবহণ ও শিল্পমন্ত্রী ছিলেন। কিন্তু পরে তিনি আর মন্ত্রী হতে পারেননি। ২০১৮ সালে ভাইরামুথু নামের এক জনপ্রিয় তামিল লেখককে গলা কেটে হত্যার হুমকি দিয়েছিলেন নাইনার। বারবার ঘৃণা ভাষণে (Hate Speech)-এ অভিযুক্ত হয়েছেন তামিলনাড়ুর নয়া বিজেপি সভাপতি। তাঁর বিরুদ্ধে দুনীর্তির মামলাও চলেছিল।