Delhi Air Pollution: দিল্লির বায়ুদূষণের বিপজ্জনক অবস্থা ঠিক কোন জায়গায় গিয়েছে তা নিয়ে নানা আঁতকে ওঠা পরিসংখ্যান উঠে আসছে। দেশের রাজধানী শহরের বায়ুদূষণের সূচক মাত্রা প্রায় হাজারের (AQI ৯৭৮) কাছাকাছি। যেখানে ৪০০-র বেশী AQI থাকা মানেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র বিচারে তা মানব শরীরের পক্ষে বিপজ্জনক। দিল্লির দূষণের সূচক মাত্রা ৯৭৮ থাকায়, হিসেবে করা দেখা গিয়েছে তা একদিনে ৪৯টিরও বেশি সিগারেট খাওয়ার সমান। তার মানে দিল্লিতে থাকা একজন মানুষ, তিনি সিগারেট পান না করলেও সেখানকার বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়ার 'শাস্তি'তে মিলছে ৪৯টি সিগারেটের মরণ-সুখটানের ক্ষতি। আর এর ফলে দিল্লিবাসীর মধ্যে তৈরি হচ্ছে নানা শারীরিক সমস্যা।
দিল্লির কাছের রাজ্য হরিয়ানার অবস্থাও বেশ খারাপ। হরিয়ানায় AQI বা বায়ুদূষণের মাত্রা রেকর্ড করা হয়েছে ৬৩১, যা প্রতিদিন ৩৩.২৫ সিগারেট খাওয়ার সমান। আরও পড়ুন-দিল্লির ভয়ানক দূষণে এবার নিঃশ্বাস নেওয়া দায়, পড়ুয়াদের স্কুলে নিয়ে পড়াশোনায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের
দিল্লিতে বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক জায়গায়
Delhi chokes on stubble smoke and urban pollutants as the AQI reaches 800-1300 level.
Slight relief expected from tomorrow!
Shame on everyone including you and me that we cannot fix this despite being the largest democracy! pic.twitter.com/DwfcLAcXN7
— IndiaMetSky Weather (@indiametsky) November 18, 2024
দূষণের সঙ্গে মোকাবিলা ও স্বাস্থ্যর কথা মাথায় রেখে আজ থেকে আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের সমস্ত অফিসের সময় এগিয়ে আনা হল। এখন থেকে গোটা শীতকাল দিল্লি পুরসভার সব অফিস সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। আর সরকারী অফিসগুলি খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
এদিকে, দিল্লিতে সব স্কুল বন্ধ করে অনলাইন ক্লাস শুরু করা হয়েছে। বেশ কিছু বেসরকারী অফিসে শুরু হয়েছে ঘর থেকে কা বা ওয়ার্ক ফ্রম হোমের নিয়ম। বাইরে থেকে রাজধানী শহরে ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না।