অরবিন্দ কেজরিওয়াল (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৭ ফেব্রুয়ারি: তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। আগামী নির্বাচনেও তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী (CM Candidate)। বিজেপির স্বঘোষিত কোন মুখ্যমন্ত্রীর মুখ না থাকায় সামনে বিধানসভা নির্বাচনে দিল্লিতে অনেকটাই এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) তথা আম আদমি পার্টি (AAP)। গত পাঁচ বছরে বিদ্যুৎ থেকে জল, মেয়েদের সুরক্ষা ও সর্বোপরি সরকারি শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। বংশপরম্পরায় বিজেপিকে ভোট দেওয়া মানুষটাও বলছেন ' এবার কেজরিওয়ালকে ভোট না দিলে, তার কাজকে অপমান করা হবে। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল কাজ করার মানসিকতা হারিয়ে ফেলবে'। প্রচারে বেরিয়েও ঝাঁটা বাহিনী বেশ সাড়া পাচ্ছেন। মোদি - অমিত শাহ ম্যাজিকও হিমশিম খাচ্ছে আম আদমি পার্টির কাছে। এহেন আইআইটি খড়গপুর এর প্রাক্তন ছাত্র অরবিন্দ কেজরিওয়ালের পাঁচ বছরে সম্পত্তি বাড়লো ১.৩ কোটি টাকা। নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টা সামনে এসেছে। উল্লেখ্য, তিনি এ বছর দিল্লির বিধানসভা নির্বাচনে নয়াদিল্লি কেন্দ্রে ভোটে লড়ছেন।

নির্বাচনী হলফনামায় আম আদমি পার্টি (Aam Aadmi Party) প্রধান জানিয়েছেন, তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৩.৪ কোটি টাকা। পাঁচবছর আগে অঙ্কটা ছিল ২.১ কোটি টাকা। তবে মজার ব্যাপার এই যে, নিজের কোনও গাড়ি নেই অরবিন্দ কেজরিওয়ালের।

আরও পড়ুন, গরু খাওয়ার জন্য এবার বাঘেদের শাস্তির বিধান দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী পদে অন্যতম এই দাবীদারের অস্থাবর সম্পত্তির পরিমাণ নেহাত কম নয়। তাঁর স্ত্রী সুনীতার মোট সম্পত্তি ৫৭ লক্ষ্য টাকা। এর মধ্যে রয়েছে ৩২০ গ্রাম সোনা। যার বাজারমূল্য ১২ লক্ষ টাকা। সেইসঙ্গে রয়েছে এক কেজি রুপো।

হলফনামায় ইন্দিরাপুরম, গাজিয়াবাদে তাঁর ফ্ল্যাটের কথা কবুল করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এছাড়াও হরিয়ানায় উত্তরাধিকার সূত্রে কেজরির সম্পত্তি রয়েছে। ২০১০ সালে গুরুগ্রামে কেজরিওয়ালের স্ত্রী সুনীতার নামে একটি ফ্ল্যাট কেনা হয়েছিল বলে জানানো হয়েছে হলফনামায়। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। নিজের কোনো গাড়ি না থাকলেও স্ত্রী সুনিতার ৬ লাখি একটি গাড়ি  রয়েছে।

বরাবরই বিজেপি বিরোধী অন্যতম মুখ হিসেবে উঠে এসেছে অরবিন্দ কেজরিওয়ালের নাম। আইআইটির মেধাবী ছাত্র এবং স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিত নামটির পাশে ছিটেফোঁটা কলঙ্কের দাগ নেই। এহেন আপ নেতার হঠাৎ এত সম্পত্তি বৃদ্ধির বিরুদ্ধে সমালোচনায় মুখর রাজনৈতিক মহল। তবে ভোটের ফলে এর কোনো প্রভাব পড়ে কিনা সেটা ভবিষ্যৎ বলবে।