চার্চিল আলেমাও (Photo Credits: ANI)

পানাজি, ৭ ফেব্রুয়ারি: কখনো গরুর দুধে সোনা কখনও বা রামায়ণ যুগে ইন্টারনেটের ব্যবহার, বিজেপির তাবড় নেতা থেকে মন্ত্রীর আবিষ্কারের ঘনঘটা অনেক। এবার সেই তালিকায় নতুন সংযোজন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী (Goa Ex CM) চার্চিল আলেমাও (Churchill Alemao)। গরু তথা গো মাতার ভূমিকা মনে করিয়ে দিয়ে এদিন তিনি বলেন, 'মানুষ যখন গরু খায় তখন শাস্তি পায়, একই কারণে বাঘের কেন শাস্তি হবে না'। বিধানসভায় বাঘ হত্যা বিষয়ক আলোচনার সময় উক্তিটি করেন বিজেপির এই বরিষ্ঠ নেতা।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী কয়েকদিন আগেই বলেছিলেন, টাকায় মা লক্ষ্মীর ছবি থাকলে নাকি, এদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে। আবার গত লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া টুডে -কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় জনতা পার্টির বর্তমান সাংসদ প্রজ্ঞা সাধ্বী বলেন, তিনি নাকি গোমূত্র থেকে ক্যান্সারের নিরাময় করেছেন।

আরও পড়ুন, নেহরু পাকিস্তান কংগ্রেস বাদ দিয়ে দেশের অর্থনীতির কথা ভাবুন, মোদিকে পাল্টা কটাক্ষ রাহুলের

আবার পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ একটি প্রকাশ্য জনসভায় বলেন, গরুর দুধে সোনার ভাগ থাকে, আর সেই কারণেই দুধের রং একটু হলদেটে হয়।

গরু সক্রান্ত বিভিন্ন মতামতের মাঝে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও এর এই বক্তব্যে হাসির রোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনায় নেটিজেনরা।

যদিও বাঘেদের হত্যার বিষয়টি নিয়ে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত বলেন,  গৃহপালিত প্রাণীদের আক্রমণ করছিল বাঘেরা। সে জন্যই তাদের পিটিয়ে মেরেছে গ্রামবাসীরা। বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন-চার দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।