দিল্লি, ২২ ডিসেম্বর: চিন জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। চিনে যখন করোনা পরিস্থিতি ভয়াবহ, সেই সময় ভারতেও কড়া সতর্কতা জারি করা হয়েছে। চিনে করোনা পরিস্থিতি নিয়ে যখন কেন্দ্রীয় সরকারের তরফে তড়িঘড়ি বৈঠকে বসা হয়, সেই সময় ভাইরাল হয় হোয়াটস অ্যাপের একটি মেসেজ। যেখানে দাবি করা হয়, ওমিক্রনের XBB সাব ভ্যারিয়েন্ট বা উপজাতি ডেল্টার চেয়ে অনেক বেশি সংক্রমক। এমনকী ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টের মারণ ক্ষমতাও ডেল্টার চেয়ে বেশি বলে হোয়াটস অ্যাপের ওই মেসেজে দাবি করা হয়। যা নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করে।
Amid the sudden #Covid scare that has erupted across many countries, a WhatsApp message has been making its rounds claiming that the newly discovered XBB subvariant of #Omicron is five times more virulent and has a higher mortality rate than the Delta variant.@MoHFW_INDIA
— IANS (@ians_india) December 22, 2022
ওমিক্রনের XBB সাব ভ্যারিয়য়েন্ট নিয়ে যখন হোয়াটস অ্যাপের ওই মেসেজ ভাইরাল হয়, তখন বিবৃতি প্রকাশ করা হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানায়, ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট ভাইরাল এবং সংক্রমক বলে যে খবর ছড়ায়, তা পুরোপুরি ভুয়ো।
আরও পড়ুন: PM Modi In Mask Again: চিন জুড়ে দাপাচ্ছে করোনা, সতর্কতা নির্দেশের পর সংসদে মাস্কে প্রধানমন্ত্রী
However, the Union health ministry has rejected the claim and has termed the message fake. "This message circulating in many WhatsApp groups regarding XXB variant of #COVID19 is FAKE and Misleading", said the health ministry.@MoHFW_INDIA pic.twitter.com/F1wkXGXuda
— IANS (@ians_india) December 22, 2022
এমনকী ওমিক্রনের XBB সাব ভ্যারিয়েন্ট নিয়ে যে খবর ছড়ানো হয়, তার আদতে কোনও ভিত্তি নেই। সাধারণ মানুষকে ভুল বোঝাতেই এই ধরনের খবর ছড়ানো হয় বলে জানানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।