নতুন দিল্লি, ৩ জুলাই: তৃতীয় ধাপের ট্রায়াল শেষ করল ভারত বায়োটেকের (Bharat Biotech) করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন (Covaxin)। ট্রায়াল শেষে বিশ্লেষণে জানা গেছে, করোনার উপসর্গ থাকলে এই ভ্যাকসিন ৭৭.৮ শতাংশ কার্যকর। করোনা এবং ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের ক্ষেত্রে বেশ কার্যকর কোভ্যাক্সিন। ডেল্টা ভ্যারিয়েন্টদের ক্ষেত্রে ৬৫.২ শতাংশ কার্যকরী ক্ষমতা কোভ্যাক্সিনের।
ট্রায়ালের ভিত্তিতে কোভ্যাক্সিন উপসর্গহীনদের ক্ষেত্রে ৬৩.৬% কার্যকর। মৃদু এবং বেশি উপসর্গ থাকলে ৭৮ শতাংশ কার্যকর বলে জানা গেছে। এর আগে, আমেরিকার স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সমীক্ষায় জানিয়েচিলেন, কোভ্যাক্সিন শুধু ডেল্টাই নয়, অন্য যে কোনও ভ্যারিয়েন্টকে রুখতে সক্ষম। আরও পড়ুন, অন্তঃসত্ত্বা মহিলাদের কোভিডের টিকা নেওয়ার অনুমতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
COVAXIN® Proven SAFE in India's Largest Efficacy Trial. Final Phase-3 Pre-Print Data Published on https://t.co/JJh9n3aB6V pic.twitter.com/AhnEg56vFN
— BharatBiotech (@BharatBiotech) July 2, 2021
ভারতে এখনও পর্যন্ত তিনটি করোনার প্রতিষেধক দেওয়া হচ্ছে। যার মধ্যে একটি হল কোভ্যাক্সিন। বাকি দুটি কোভিশিল্ড এবং স্পুটনিক ভি।