Devendra Fadnavis, Eknath Shinde, C. P. Radhakrishnan, Ajit Pawar (Photo Credits: ANI)

মুম্বই, ২১ ডিসেম্বর: মহারাষ্ট্রে মন্ত্রিসভার দফতর (Maharashtra Portfolio Allocation) বণ্টনে কোণঠাসা উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। মারাঠা রাজ্যের মন্ত্রিসভায় কে কোন দফতরের দায়িত্বে থাকবেন তা ঘোষণা করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস। মহারাষ্ট্রে মন্ত্রক বণ্টনেই পরিষ্কার মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে নারাজ থাকা একনাথ শিন্ডে-কে একেবারেই গুরুত্ব দিল না বিজেপি। উপমুখ্যমন্ত্রী শিন্ডেকে নগরোন্নয়ন,পূর্ত, আবাসন মত তুলনায় কম গুরুত্বহীন মন্ত্রক দিলেন মুখ্যমন্ত্রী ফদনবিশ। সেখানে অপর উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকে দেওয়া হল অর্থ ও শুল্কের মত সবচেয়ে পছন্দের দুই দফতর। গত দু বথর ধরে শিন্ডের ডেপুটি ছিলেন ফদনবিশ। সেই শিন্ডেকে পছন্দের কোনও দফতরই দিলেন না ফদনবিশ।

ফদনবিশ স্বরাষ্ট্রে, অজিত পাওয়ার অর্থে

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিস নিজের হাতে রাখলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রক। অনেকটা অপেক্ষায় রেখে মুখ গোমড়া করে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন শিন্ডে। শিবসেনা ভেঙে বেরিয়ে এসে শিন্ডেকে মুখ্যমন্ত্রী করেই মারাঠা রাজ্যে গত দু বছর ধরে ক্ষমতায় ছিল বিজেপি। কিন্তু নিজেদের জোরে ক্ষমতায় এসে শিন্ডে-কে সেভাবে আর গুরুত্বই দিল না গেরুয়া শিবির।

বরং যা দেওয়া হয়েছে তাতেই খুশি থাকা অজিত পাওয়ার-কে অর্থ ও শুল্ক দফতর দিয়ে বিজেপি সরাসরি শিন্ডেকে বার্তা দিল। মহারাষ্ট্রের মন্ত্রিসভায় বিজেপির ১৯, শিন্ডের ১১ ও অজিত পাওয়ারের এনসিপি-র ৯ জন বিধায়ক আছেন। গত ৫ ডিসেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফদনবিশ। সেই দিনই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্ড ও অজিত পাওয়ার। এরপর ক দিন আগে নাগপুরে মন্ত্রী হিসেবে শপথ নেন ৩৬ জন।

মহারাষ্ট্রে ফদনবিশ মন্ত্রিসভায় কে কোন দফতরে

 

এক নজরে ভোটের ফল

সম্প্রতি হওয়া মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বিজেপি, শিবসেনা (একনাথ শিন্ডে) ও এনসিপি (অজিত পাওয়ার)-র জোট বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় আসে। বিজেপি ১৩২টি, শিবসেনা (একনাথ শিন্ডে) ৫৭টি, ও এনসিপি (অজিত পাওয়ার) ৪১টি আসনে জেতে। যেখানে কংগ্রেস, শিবসেনা (উদ্ভব ঠাকরে), এনসিপি (শরদ পাওয়ার)-র মহাবিকাশ আগাড়ি পায় মাত্র ৪৬টি আসন।