আলোয়ার: অনলাইন গেমের (online gaming) কুফল সম্পর্কে প্রায়শই আমাদের সতর্ক করেন মনোবিদ ও চিকিৎসকরা। তারপরও প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে অনলাইন গেম খেলার মানুষ সংখ্যা। যতদিন যাচ্ছে মূলত কিশোর-কিশোরীদের মধ্যে অনলাইনে গেম খেলার প্রবণতা বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে জানা গেল অনলাইন গেমে আসক্ত হওয়ার কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে রাজস্থানের (Rajasthan) আলোয়ারের (Alwar) এক কিশোর।
এপ্রসঙ্গে এই ধরনের পড়ুয়াদের জন্য খোলা স্কুলের বিশেষ শিক্ষক ভবানী শর্মা (Special Teacher Bhavani Sharma) বলেন, "আমাদের বিশেষ স্কুলে একটি শিশু (special school) এসেছে। তার আত্মীয়দের বক্তব্য (statements of his relatives) ও আমাদের পর্যবেক্ষণের (assessment) ফলে এটা স্পষ্ট হয়েছে যে ওই শিশুটির এই অবস্থার কারণ ফ্রি ফায়ারের (Free Fire) মতো অনলাইন গেম। ওই শিশুটি খেলায় হেরে গেছিল (lost)। এই ধরনের গেমের ক্ষেত্রে যদি খেলোয়াড় হেরে যায় তাহলে তারা সেটা মেনে নিতে পারে না (tolerate)। হেরে যাওয়ার পর হয় তারা আত্মহত্যা (suicide) করে নয়তো মানসিক ভারসাম্য (mental balance) হারিয়ে ফেলে। এই শিশুটিও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমরা শিশুদের জন্য খেলাধুলোর একটি ফরম্যাট (format of sports activities) বানিয়েছি। যেখানে আমরা শিশুটিকে সমস্ত খেলায় জিততে সাহায্য করব। আর এভাবেই সে হারার ভয়কে (fear of loss) জয় করতে পারবে এবং নিজের জয়ের (victory) স্মৃতি মনে করতে পারবে।" আরও পড়ুন: PM Condolence On Sita Dahal: নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রীয়ের মৃত্যুতে শোকবার্তা নরেন্দ্র মোদীর (দেখুন টুইট)
দেখুন ভিডিয়ো:
#WATCH | Rajasthan | Case study of a child in Alwar who is suffering from severe tremors after being addicted to online gaming.
Special Teacher Bhavani Sharma says, "A child has come to our special school. As per our assessment and the statements of his relatives, he is a victim… pic.twitter.com/puviFlEW6f
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) July 12, 2023