Bonny Sengupta (Photo Credit: Instagram)

বাংলা থেকে বিহার, দিল্লি থেকে মহারাষ্ট্র। একের পর এক অবিজেপি শাসিত রাজ্যে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কখনও তারকা অভিনেতাকে জেরা, তো কখনও দাপুটে মন্ত্রীকে গ্রেফতার। আবার কখনও বড় নেতার বাড়িতে আচমকা হানা। ইডি কর্তারা দাপিয়ে বেড়াচ্ছেন।

আজ, শুক্রবার বিহারে সক্রিয় হয় ইডি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ নেতা তথা প্রাক্তন বিধায়ক আবুর বাড়িতে হানা দেয় ইডি। তারপর লালুর শালা তথা এসপি নেতা জিতেন্দ্র যাদবের বাড়িতে যান ইডি কর্তারা। গতকাল, টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে জেরার জন্য ডাকে ইডি। বিকেলে দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে। আরও পড়ুন-বার্লিনের সুইমিং পুলে নগ্নতার ছাড়পত্র মহিলাদের

দেখুন টুইট

তার আগে গতকাল, বৃহস্পতিবার দুপুরে রাঁচিতে এক দুর্নীতি কাণ্ডে জোরদার তল্লাশী চলে। সেই সময়ই মহারাষ্ট্রে সাই রিসর্ট মামলায় উদ্ধব ঠাকরের শিবসেনার জনপ্রতিনিধি অনিল পারবকে তলব করে ইডি। এনসিপি বিধায়ক হাসান মুশরিফর বাড়িতেও হানা দেয় ইডি।