Death, Representational Image (Photo Credit: File Photo)

গ্যারেজ বন্ধ করে ভাগ্নেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় পেছন থেকে গাড়ি এসে সজোরে মারল ধাক্কা। আর তাতেই মৃত্যু হল তৃণমূলের আইএনটিটিইউসি-র (INTTUC) নেতার। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের পলতায় (Palta) কালিয়ানী নিবাসের শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা একটি বিকট আওয়াজ শুনে বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন অটোরিক্সো ইউনিয়নের সভাপতি হান্নান গাজী। থানায় খবর দেওা তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ এসে দেহ উদ্ধার করে বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ

জানা যাচ্ছে, হান্নান নোয়াপাড়া থানা এলাকার বলতাছি পল্লির বাসিন্দা। এদিন গ্যারেজ বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর ভাগ্নে। আচমকাই প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাত ১টা ২০ নাগাদ একটি গাড়ি পেছন থেকে এসে ধাক্কা মেরে চলে যায়। গুরুতর চোট লাগে পায়ে ও মাথায়। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের তরফ থেকে মৃত ঘোষণার পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

হত্যার অভিযোগ দায়ের করেছে পরিবার

যদিও ঘটনাটি দুর্ঘটনার হলেও মৃতের ভাগ্নের দাবি, পেছন থেকে একটি গাড়ি কোনও  হর্ন না বাজিয়ে ফাঁকা রাস্তার মধ্যেও ধার দিয়ে চালিয়ে তাঁর মামাকে হত্যা করা হয়েছে। গাড়িটি প্রাইভেট ছিল বলে জানিয়েছেন তিনি। পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করার পর শুরু হয়েছে তদন্ত। যদিও ঘাতক গাড়ি বা তার চালকের এখনও কোনও সন্ধান পায়নি পুলিশ।