SA vs ENG (Photo Credits: ICC/ X)

South Africa National Cricket Team vs England National Cricket Team, Champions Trophy 2025: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির ১১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। করাচির জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দক্ষিণ আফ্রিকার জন্য অবশ্যই জয় প্রয়োজন। গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানকে ১০৭ রানে হারিয়ে আজকের লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকা দলের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। অন্যদিকে, ইংল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে জস বাটলারের শেষ ম্যাচ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এই উইকেটরক্ষক-ব্যাটার। ২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে এবং ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে হেরে শনিবার করাচিতে লড়াইয়ে নামছে ইংল্যান্ড। SA vs ENG, Champions Trophy 2025 Dream11 Prediction: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে কে হবে জয়ী? একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের Dream11 Prediction

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), টনি ডি জর্জি, টেম্বা বাভুমা (অধিনায়ক), র‍্যাসি ভন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, তাবরিজ শামসি, করবিন বোশ।

ইংল্যান্ড স্কোয়াডঃ ফিলিপ সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ, টম ব্যান্টন, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ।

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ?

১ মার্চ করাচির জাতীয় স্টেডিয়ামে (National Stadium, Karachi) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় দুপুর ৩টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস (Star Sports) এবং স্পোর্টস ১৮ (Sports18) চ্যানেলে। এছাড়া বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টসে (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagorik TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ?

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে টফি (Toffee) অ্যাপে।