প্রতীকী ছবি (Photo Credit: PTI)

ফের রাজ্যে ধর্ষণের ঘটনা। আর সেই সূত্রেই খবরের শিরোনামে আবারও মধ্যমগ্রাম (Madhyamgram)। এবার এক নাবালিকাকে গণধর্ষণ করল দুই নাবালক। এমনকী ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তাঁরা। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আটক হয়েছে এক অভিযুক্ত। যদিও অপরজন এখনও পলাতক। তাঁর খোজে মধ্যমগ্রাম থানার পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে। অন্যদিকে নাবালিকার স্বাস্থ্যপরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনাটি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মধ্যমগ্রামে।

ভাড়াবাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ

জানা যাচ্ছে, দিনকয়েক আগে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে বন্ধুত্বতার জালে ফাঁসিয়ে মধ্যমগ্রাম পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী মাঠপাড়ায় একটি ভাড়াবাড়িতে নিয়ে যায়। সেখানেই জোর করে তাঁকে ধর্ষণ করে দুজনে। এমনকী ভিডিয়ো রেকর্ড করে তাঁকে হুমকি দেয় কাউকে কিছু না বলার। যদিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, ওই কিশোরী এবং দুই নাবালক সকলেই ওই এলাকার।

এলাকাবাসীরাই আটক করে এক অভিযুক্তকে

ভিডিয়ো ভাইরাল হওয়ার পর নাবালিকা বাড়িতে সবটা জানায়। এমনকী পাড়ার মধ্যেও বিষয়টি জানাজানি হতেই ছড়ায় উত্তেজনা। অভিযুক্ত এক নাবালককে তাঁরাই আটক করে। পরে পুলিশ এসে তাঁদের থেকে উদ্ধার করে গ্রেফতার করে। যদিও অপরজন এখনও পলাতক রয়েঠছে। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ