কলকাতাঃ পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম বীরুভূম (Birbhum)। এই কেন্দ্রের বর্তমান সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)। চব্বিশের নির্বাচনেও এও কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে দাঁড়িয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির (BJP) হয়ে দাঁড়িয়েছেন দেবতনু ভট্টচার্য (Debtanu Bhattacharya)। কংগ্রেসের (Congress) হয়ে লড়ছেন মিলটন রশিদ (Milton Rashid)। মোট সাতটি বিধানসভা কেন্দ্র সাঁইথিয়া, রামপুরহাট, হাঁসন, নলহাটি, মুরারই, দুবরাজপুর ও সিউড়ি নিয়ে গঠিত এই লোকসভা কেন্দ্র। এই আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে ১৩ই মে অর্থাৎ চতুর্থ দফায়।
২০০৯ সাল থেকে তৃণমূলের টিকিটে টানা তিন বার জিতেছেন তারকা-সাংসদ শতাব্দী রায়। ২০০৯ সালে সিপিএম প্রার্থী ব্রজ মুখোপাধ্যায়কে ৬১ হাজার ৬১১ ভোটে হারিয়েছিলেন শতাব্দী। পেয়েছিলেন ৪ লক্ষ ৮৬ হাজার ৫৫৩ ভোট। এরপর ফের ২০১৪ লোকসভা নির্বাচনে জয়ী হন তিনি। সে বার পেয়েছিলেন ৪ লক্ষ ৬০ হাজার ৫৬৮ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন সিপিএমের ডঃ ইলাহি কামরে মহম্মদ। ২০১৯ লোকসভা নির্বাচনে বড় মার্জিনে জিতেছিলেন শতাব্দী রায়। তিনি পেয়েছিলেন ৬ লক্ষ ৫৪ হাজার ৭৭ টি ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির দুধ কুমার মণ্ডল। বীরভূম বলতেই সবার আগে আসে অনুব্রত মণ্ডলের নাম। ভোট পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন তিনি। এ বার তাঁকে ছাড়াই লড়ছে তাঁর দল তৃণমূল কংগ্রেস। অনুব্রত গড়ে কি এ বারও জয়রথ ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস তাই এখন দেখার। ফলাফল জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ঠা জুন পর্যন্ত।sa