Bihar Caste-Based Census: জাতিগত জনগণনার উপর পাটনা হাইকোর্টের অন্তবর্তী স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিহার সরকার
প্রতীকী ছবি (Photo Credit: Wikimedia Commons)

পাটনা: বিহারে (Bihar) রাজ্য সরকারের শুরু করা জাতিগত জনগণনার (caste-based census) উপর কিছুদিন আগেই অন্তবর্তী স্থগিতাদেশ (interim stay) দিয়েছে পাটনা হাইকোর্ট (Patna High Court)। বৃহস্পতিবার জানা গেল পাটনা হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার (Bihar Government)। এবার সুপ্রিম কোর্টের রায়ের উপরই নির্ভর করবে বিহারে জাতপাতের ভিত্তিতে জনগণনা হবে কিনা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালের পর ২০২১ সালে ভারতে জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়। আর নতুন করে যখন শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন জনগণনার ক্ষেত্রে তফশিলি জাতি (SC) এবং তফশিলি উপজাতি (ST) বাদে অন্য কোনও ক্ষেত্রে জাতপাতের উল্লেখ না রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। এমনকী OBC-দের ক্ষেত্রেও আলাদা জাতির উল্লেখ রাখা হবে না বলে জানানো হয়। শুধু ওবিসি বলেই উল্লেখ করা হবে। অনেকে কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও শুরু থেকে এর তীব্র বিরোধিতা করে আসছিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর দাবি ছিল, এই সেনসাসে প্রতিটি জাতির আলাদা আলাদা উল্লেখ রাখতে হবে। জানুয়ারি মাসে নিজের সেই সিদ্ধান্ত অনুযায়ী বিহারে জাতপাতের ভিত্তিতে জনগণনা শুরু করেন নীতীশ কুমার। আর তারপরই পাটনা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের হয়।

গত ৪ মে এই মামলার রায় দিতে গিয়ে জাতিগত জনগণনার উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করে পাটনা হাইকোর্টের বিচারপতি পূর্ণেন্দু সিং-এর সিঙ্গল বেঞ্চ। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। আরও পড়ুন: Nitish Kumar Meets Uddhav Thackeray:২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যে শান, মাতশ্রী তে উদ্ধবের সঙ্গে দেখা নীতিশের