Assam: অসমে ফের এক নাগাড়ে বৃষ্টি, মেঘালয়ে ধস প্রাণ কাড়ল ৩ জনের, পরিস্থিতি জটিল উত্তর-পূর্বে
Rain In Assam (Photo Credit: ANI/Twitter)

গুয়াহাটি, ৯ জুন:  ফের এক নাগাড়ে বৃষ্টি (Rain) শুরু হল অসমের (ASSAM) একাধিক এলাকায়। অসমের বহু এলাকায় বন্যার রেশ কাটতে না কাটতেই এবার ফের এক নাগাড়ে বৃষ্টি শুরু হয় বহু এলাকায়। অসমের দক্ষিণ সলমারার মানকাচার জেলায় এক নাগাাড়ে বৃষ্টির জেরে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। ওই এলাকার একাধিক বাড়িঘর জলের তোড়ে ভেঙে পড়তে শুরু করেছে বলে খবর। এসবের পাশাপাশি রাজধানী গুয়াহাটির বেশ কিছু এলাকা এবং কাহিলিপাড়া, জাটিয়া, হাতিগাঁওয়েও জলে ডুবতে শুরু করেছে একাধিক রাস্তাঘাট।

 

এক নাগাড়ে বৃষ্টির জেরে অসমের পাশাপাশি মেঘালয়ের বহু এলাকায় ধস নামতেও দেখা যায়। মেঘালয়ের পশ্চিম গাড়ো পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নামতে শুরু করেছে। ফলে গোটা এলাকায় উদ্ধার কাজ শুরু হয়েছে।

তবে পশ্চিম গাড়ো পাহাড়ের ধস নামায় সেখানে এক পরিবারের ৩ জনের মৃত্যু হয় বলে খবর।