সংসদ ভবনে বাবাসাহেব আম্বেদকরের (Babasaheb Ambedkar) উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করায় সকাল থেকেই চর্চায় ছিলেন (Amit Shah)। তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল, আপ সহ একাধিক বিরোধী দল। এমনকী এই নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও বেলা গড়াতেই শাহ এই বিতর্ক নিয়ে মুখ খুললেন। স্পষ্ট জানিয়ে দিলেন, "তাঁর মন্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি কখনই আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেননি। এই সবকিছুই দলিত বিরোধী কংগ্রেসের চক্রান্ত"। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, "তিনি যে দল থেকে এসেছেন সেখানে বাবাসাহেবের নীতি আদর্শকে সবসময় সম্মান জানানো হয়। আমি কখনও স্বপ্নেও বাবাসাহেবের উদ্দেশ্য খারাপ কিছু ভাবি না"।

প্রসঙ্গত, এদিন সংসদে ইন্ডিয়া জোটের উদ্দেশ্যে আক্রমণ শানাতে গিয়ে শাহ বলেন, "বিরোধীদের মুখে সবসময় আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার আম্বেদকরের নাম নেওয়ার বদলে যদি তাঁরা ভগবানের নাম নেওয়া হত তাহলে সাত জন্মের জন্য স্বর্গ পাওয়া যেত"।  স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরেই সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই বিষয় নিয়ে খুব একটা চিন্তিত নয় বিজেপি শিবির।