দিল্লি, ১৮ ডিসেম্বর: এবার ৮৪ জন ভারতীয় তীর্থযাত্রীকে (Pilgrims) ভিসা দিল পাকিস্তান (Pakistan)। পাকিস্তান হাই কমিশনের তরফে জানানো হয়েছে, পঞ্জাব প্রদেশে যে কাটাস রাজ মন্দির রয়েছে (কিলা কাটাস হিসেবেও পরিচিত), সেখানে যাওয়ার জন্য এই ৮৪ জন ভারতীয়কে ভিসা দেওয়া হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনে প্রত্যেকবার ভারতের (India) কিছু শিখ তীর্থযাত্রী পাকিস্তানে যান। দু দেশের কূটনৈতিক সম্পর্কের কথা মনে করেই এই নিয়ম মেনে ভারতীয় তীর্থযাত্রীদের ভিসা দেওয়া হয় বলে পাক হাই কমিশনের তরফে জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান থেকেও প্রত্যেক বছর তীর্থযাত্রীরা ভারতে আসেন বলে জানা যাচ্ছে।
দিল্লিতে যে পাকিস্তানের দূতাবাস রয়েছে, সেখান থেকে এই ৮৪ জন ভারতীয়কে ভিসা দেওয়া হয়েছে বলে খবর। পাক পাঞ্জাব প্রদেশে যে শ্রী কাটাস রাজ মন্দির রয়েছে, সেখানে যাওয়ার জন্যই ওই ভিসা দেওয়া হয়েছে বলে খবর।