অসাবধানতার কারণে জেটি থেকে গাড়ি নিয়ে উল্টে পড়ে মৃত্যু হল এক ক্যাব ড্রাইভারের। গত মঙ্গলবার রাতে চেন্নাই পোর্টে (Chennai Port) ঘটনাটি ঘটে। অবশ্য গাড়িতে থাকা দুই কোস্ট গার্ড এই যাত্রায় বেঁচে গিয়েছেন। সূত্রের খবর, গাড়িতে চালক ছাড়াও ওই দুই কর্মী ছিলেন। কিন্তু কোনওভাবে তাঁরা জানলা ভেঙে গাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও দুই যাত্রী বেঁচে গেলেও ক্যাব ড্রাইভাবের মৃত্যু হয়েছে। ঘটনার বেশ কয়েকঘন্টা পর সমুদ্রের ১৮ ফুট গভীর থেকে উদ্ধার করা হয় চালক সহ ওই গাড়িকে।

পুলিশসূত্রে জানা গিয়েছে, ঘটনাটি পুরোপুরি অসাবধানতাবশত ঘটেছে। ইতিমধ্যেই ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে ওই গাড়িটিও পরীক্ষা করছে ফরেন্সিক বিশেষজ্ঞরা। অন্যদিকে দুই কোস্ট গার্ড আপাতত চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি নিছকই দুর্ঘটনা নাকি অন্যকিছু, তা তদন্ত করে খতিয়ে দেখছে পুলিশ।