দিল্লি, ২৯ নভেম্বর: দ্য ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের (UNLF) তরফে অস্ত্র ত্যাগ করে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি চুক্তি করা হয়। দ্য ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট সরকারের সঙ্গে শান্তি চুক্তি করতেই তাকে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। UNLF হল মণিপুরের অন্যতম পুরনো সশস্ত্র সংগঠন। উত্তর-পূর্বের রাজ্যগুলিতে শান্তি প্রতিষ্ঠার জন্য মোদী সরকার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। উত্তর-পূর্ব ভারতে শান্তি প্রতিষ্ঠার জন্য মোদী সরকার যে নিরন্তর প্রচেষ্টা শুরু করেছে, তার অঙ্গ হিসেবেই এবার UNLF অস্ত্র ত্যাগ করে সরকারের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পথে এগিয়েছে। এটি ঐতিহাসিক পদক্ষেপ বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
The peace agreement signed today with the UNLF by the Government of India and the Government of Manipur marks the end of a six-decade-long armed movement.
It is a landmark achievement in realising PM @narendramodi Ji's vision of all-inclusive development and providing a better… pic.twitter.com/P2TUyfNqq1
— Amit Shah (@AmitShah) November 29, 2023
UNLF হিংসা পরিত্যাগ করে, অস্ত্র সমর্পণ করে যেভাবে শান্তির পথে এগিয়েছে, সেই প্রচেষ্টাকে স্বাগত জানানো হচ্ছে বলেও নিজের সোশ্যাল হ্যান্ডেলের একটি পোস্টে মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের সঙ্গে UNLF-এর এই শান্তি চুক্তি মণিপুরে ছয় দশকেরও বেশি সময় ধরে চলা সশস্ত্র আন্দোলনের পরিসমাপ্তি ঘটাল বলেও মন্তব্য করেন অমিত শাহ।