মুম্বই, ২০ ডিসেম্বর: দিলজিৎ সিং দোসাঞ্জের (Diljit Dosanjh) অনুষ্ঠান নিয়ে সম্প্রত একাধিক বিতর্ক মাথা চাড়া দেয়। বিশেষ করে, ভারতে লাইভ শো করার পরিকাঠামো নেই। লাইভ শোয়ের পরিকাঠামো না থাকলে তিনি আর ভারতে অনুষ্ঠান করবেন না বলে জানান। দিলজিতের ওই মন্তব্যের জেরে জোরদার বিতর্ক এবং সমালোচনা শুরু হয়। যার জেরে শেষ পর্যন্ত নিজের বক্তব্য পালটে ফেলেন দিলজিৎ। এবার মুম্বইতে (Mumbai) দিলজিতের অনুষ্ঠান নিয়েও কড়া অ্যাডভাইসরি জারি করা হয়। মহারাষ্ট্র সরকারের তরফে ওই অ্যাডভাইসরি জারি করা হয়। যা নিয়ে পাঞ্জাবি গায়ক পালটা মন্তব্য করেন। তিনি বলেন, লোক আপনাকে থামাবে নানা কথা বলবে। এমন মন্তব্য শোনা যায় দিলজিতের কণ্ঠে।
শুধু তাই নয়, এ প্রসঙ্গে সমুদ্র মন্থনের প্রসঙ্গ উল্লেখ করেন দিলজিৎ। তিনি বলেন, সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব কণ্ঠে বিষ ধারন করেছিলেন। সেই কারণে তাঁকে নীলকণ্ঠ বলা হয়। অর্থাৎ দিলজিৎ যে তাঁর অনুষ্ঠান নিয়ে জারি করা অ্যাডভাইসরি নিয়ে একেবারেই চিন্তিত নন, তা কার্যত স্পষ্ট করে দেন বলিউডের এই গায়ক, অভিনেতা।
আরও পড়ুন: Diljit Dosanjh: ভারতে কনসার্ট না করার সিদ্ধান্ত ঘিরে বিতর্কের মাঝে দিলজিৎ গেলেন কাশ্মির, ভূস্বর্গের সৌন্দর্যে আত্মহারা পাঞ্জাবি গায়ক
দিলজিৎ সিং দোসাঞ্জের একাধিক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে। তিনি বলেন, যতই আপনাকে লক্ষ্য করে বিষ ছোঁড়া হোক না কেন, সেই গরল নিজের মধ্যে রাখুন বলে মন্তব্য করেন পাঞ্জাবি গায়ক...
View this post on Instagram
দিলজিৎ-এর মুম্বইয়ের শোয়ের ক্লিপিংস নিজেই পোস্ট করেন গায়ক...
View this post on Instagram