Mumbai City vs Chennaiyin FC, ISL 2024-25: মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কষ্টার্জিত অ্যাওয়ে ম্যাচে জয়ের পর মুম্বই সিটি এখন ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী ম্যাচে চেন্নাইয়িন এফসিকে আতিথ্য দেবে। আজ ২১ ডিসেম্বর মুম্বই ফুটবল এরিনায় আয়োজিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ। শেষ ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন বিক্রম প্রতাপ সিং। শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত স্কোরলাইন অপরিবর্তিত ছিল, ফলে মুম্বই সিটি তিন পয়েন্ট নিয়ে তাদের কলকাতা যাত্রা শেষ করে। চলতি মরসুমে মুম্বই সিটি কিছুটা বেমানান। শেষ পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ম্যাচ ড্র করেছে তারা। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আইএসএল স্ট্যান্ডিংয়ে এই মুহূর্তে সপ্তম স্থানে রয়েছে আইল্যান্ডাররা। অন্যদিকে, চেন্নাইয়িন এফসি শেষ ম্যাচে হায়দরাবাদ এফসিকে এক গোলে হারায়। পঞ্চম মিনিটে চেন্নাইয়িন এফসিকে এগিয়ে দেন ইরফান ইয়াদওয়াদ। ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে রয়েছে চেন্নাইয়িন এফসি। FC Goa vs Mohun Bagan SG: এফসি গোয়া বনাম মোহনবাগান ম্যাচে লাল কার্ড দিয়ে বিতর্কে ক্রিস্টাল জন
মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি
मंडळी, आजच्या ब्लॉकबस्टर सिनेमा साठी तयार? 🎥🔥#MCFCCFC #ISL #AamchiCity 🔵 pic.twitter.com/n6DeCPyW5f
— Mumbai City FC (@MumbaiCityFC) December 21, 2024
মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
২১ ডিসেম্বর মুম্বই ফুটবল এরিনায় (Mumbai Football Arena) আয়োজিত হবে মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।