বেঙ্গালুরু, ২১ ডিসেম্বরঃ বিরাট কোহলির (Virat Kohli) রেস্তোরাঁ 'ওয়ান 8 কমিউন'-কে (One8 Commune) নোটিস পাঠাল বেঙ্গালুরু ব্রুহত মহানগর পালিকে (Bengaluru Bruhat Mahanagara Palike)। উপযুক্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বহাল তবিয়তে চলছে রেস্তোরাঁ, অভিযোগ তুলে ক্রিকেটার বিরাট কোহলির রেস্তোরাঁয় আইনি নোটিস পাঠিয়েছে বেঙ্গালুরু সিভিক বডি। চিন্নাস্বামী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাছে এম জি রোডে রত্নম কমপ্লেক্সে অবস্থিত কিং কোহলির রেস্তোরাঁটি। এর আগে গত ২৯ নভেম্বরও সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশ এবং কুনিগাল নরসিমামূর্তির অভিযোগের ভিত্তিতে 'ওয়ান 8 কমিউন'এ আইনি নোটিস পাঠানো হয়েছি। কিন্তু সেই সময়ে রেস্তোরাঁর তরফে কোন জবাব দেওয়া হয়নি। তাই ২১ ডিসেম্বর ফের নোটিস পাঠানো হয়। নোটিসে সাতদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেস্তোরাঁর তরফে কোন উত্তর না এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিবিএমপি।
কিং কোহলির রেস্তোরাঁ 'ওয়ান 8 কমিউন'-কে আইনি নোটিস...
অভিযোগকারী ভেঙ্কটেশ জানান, বেঙ্গালুরু জুড়ে বহু উচ্চ ভবনে অনেক রেস্তোরাঁ, বার এবং পাব রয়েছে যা কোনরকম অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই চলছে৷ অতীতে বেঙ্গালুরুতে অগ্নি দুর্ঘটনায় উল্লেখযোগ্য প্রাণহানির ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য BBMP এবং ফায়ার ডিপার্টমেন্ট একটি অডিট পরিচালনা করেছিল। সেখানে তারা যথাযথ অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া বেশ কয়েকটি বিল্ডিং চিহ্নিত করেছে।
উপযুক্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছাড়া রেস্তোরাঁ তৈরির লাইসেন্স দেওয়ার কোন নিয়ম নেই। কিন্তু নিয়মের বেড়াজাল কেটে বহু রেস্তোরাঁই ডালপালার মত গজিয়ে গিয়েছে। এমজি রোডের রত্নাম কমপ্লেক্সে বিরাট কোহলির 'ওয়ান 8 কমিউন'ও (Virat Kohli Restaurant One8 Commune) তাদের মধ্যে একটি। যেখানেও উপযুক্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই।
এর আগে গত জুলাইতেও আইনি জটিলতায় জড়িয়েছিল প্রাক্তন ক্রিকেট অধিনায়কের রেস্তোরাঁ। নিয়ম লঙ্ঘন করে রাত ১টার পরেই রেস্তোরাঁ খোলা রাখার অভিযোগ উঠেছিল সেই সময়ে।