East Bengal FC vs Jamshedpur FC, ISL 2024-25: ইস্টবেঙ্গল এফসি দুর্দান্ত লড়াকু মনোভাব দেখিয়ে পঞ্জাব এফসির বিরুদ্ধে তাদের শেষ ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকে ৪-২ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছিল। কলকাতার জায়ান্টদের লক্ষ্য এখন এই ধারা অব্যাহত রাখতে চাইবে। আজ, ২১ ডিসেম্বর শনিবার ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট সুরক্ষিত করতে চাইবে। ইস্টবেঙ্গল ও জামশেদপুর এফসির মধ্যে আইএসএল-এর ম্যাচটি হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইএসএলে ১১ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আইএসএল পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে জামশেদপুর এফসি। চলতি মরসুমের আইএসএলে ইস্টবেঙ্গল এফসি তাদের প্রথম ১১টি ম্যাচের তিনটিতে জিতেছে। এদিকে জামশেদপুর এফসি এখনও পর্যন্ত ছয়টি জয় পেয়েছে। ISL 2024-25 Live Streaming: মুম্বই সিটি বনাম চেন্নাইয়িন এফসি, আইএসএল ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি
এক ইঞ্চিও জমি ছাড়া হবে না! ⚔️
Watch #EBFCJFC live on JioCinema, Sports18-3 and #StarSports3. 📺#JoyEastBengal #ISL pic.twitter.com/iYiQ0zMBLb
— East Bengal FC (@eastbengal_fc) December 21, 2024
ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
২১ ডিসেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan, Kolkata) আয়োজিত হবে ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ?
ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
সরাসরি টিভিতে ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ ম্যাচ
ইস্টবেঙ্গল এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৪-২৫ সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।