Kareena Kapoor, Shahid Kapoor (Photo Credits: X)

মুম্বই, ২০ ডিসেম্বরঃ ধিরুবাই আম্বানি স্কুলের বার্ষিক দিবস উদযাপনে পৌঁছে গেলেন বলিউডের বহু তারকারাই। সইফ আলি খান (Saif Ali Khan), কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan), শাহিদ কাপুর (Shahid Kapoor), করণ জোহার (Karan Johar) আরও অনেকেই ছিলেন দর্শক আসনে। কারণ ওই স্কুলেই পড়ে তারকা সন্তানরা। স্কুলের বার্ষিক দিবসের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছে তারকা সন্তানদেও। দুই ছেলে তৈমুর এবং জেহ মঞ্চে উঠতেই চরম উৎফুল্ল ধরা পড়ল মা করিনার চোখে মুখে। করিনার এক পাশের আসনে ছিলেন স্বামী সইফ এবং অন্য পাশের আসনে বন্ধু তথা করণ জোহার। করণের দুই সন্তানও পড়ে ধিরুবাই আম্বানি স্কুলে। তবে নেটিজেনদের চোখ টানল অন্য কিছু। ছেলে মেয়েদের স্কুলের অনুষ্ঠানে এসে এক ফ্রেমে ধরা পড়লেন প্রাক্তন যুগল, শাহিদ এবং করিনা।

এক সময়ে প্রেমের সাগরে ডুব লাগিয়েছিলেন দুই তারকা। তবে সম্পর্ক ভাঙার পর থেকে একে অপরকে একেবারেই এড়িয়ে চলেন তাঁরা। এমনকি ক্যামেরার সামনে সৌজন্য সাক্ষাৎও করেন না দুজনে। সন্তানদের স্কুলের বার্ষিক দিবস উদযাপনে এসে দর্শক আসনে করিনার পিছনের সারির আসনেই দেখা মিলল শাহিদের। সেই ছবি নেটপাড়ায় উঠে আসতেই নস্টালজিয়ায় ভাসলেন নেটিজেন। 'জব উই মেট' (Jab We Met) ছবির গীত এবং আদিত্যর স্মৃতিই যেন বারে বারে ফিরে আসছে নেটবাসীর।

ফের এক ফ্রেমে আদিত্য এবং গীত...

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

২০০৪ সালে ফিদা (Fida) ছবির শুটিং সেটে প্রথম দেখা হয় শাহিদ কাপুর এবং করিনা কাপুরের। আর প্রথম দেখাতেই একে অপরের প্রতি মুগ্ধ হন তাঁরা। প্রেম পর্বে একসঙ্গে বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি। চুপ চুপ কে, ৩৬ চায়না টাউন, মিলেঙ্গে মিলেঙ্গে। ২০০৭ সালে শেষবার 'জব উই মেট' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। সম্পর্ক ভাঙার পর আর কখনও পর্দা ভাগ করে নেননি শাহিদ এবং করিনা।