Vijay Hazare Trophy 2024-25: বিজয় হাজারে ট্রফির প্রথম পর্বে নিজের দল বরোদার সঙ্গে খেলবেন না হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শনিবার থেকে বিভিন্ন ভেন্যুতে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। তবে বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ) ক্রিকেট ইমপ্রুভমেন্ট কমিটির (সিআইসি) কিরণ মোরে নিশ্চিত করেছেন যে পান্ডিয়া এই ৫০ ওভারের টুর্নামেন্টের নকআউট পর্বে তাঁদের দলের সাথে যোগ দেবেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং অজিত আগারকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি ঘরোয়া প্রতিযোগিতায় ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করে দেওয়ায়, অনেক তারকাকেই ফের খেলতে দেখা গেছে। তাঁদের কড়া আদেশ, নির্দেশ বা ছাড় না দেওয়া হলে প্রতিটি ক্রিকেটার এই ইভেন্টগুলিতে অংশ নিতে হবে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পান্ডিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স ছিল ঠিকঠাক। যেখানে তিনি সাত ম্যাচে ২৪৬ রান করেছেন এবং ছয় উইকেট নিয়েছেন। Mohammed Shami: হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে বিশ্রামে মহম্মদ শামি
৩১ বছর বয়সী পান্ডিয়া প্রায় ১৪ মাস ধরে টি-টোয়েন্টি ছাড়া কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ২০২৩ সালের ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে শেষবার খেলেন তিনি। ম্যাচ চলাকালীন তিনি গোড়ালিতে আঘাত পান তিনি। যা তাকে দীর্ঘ সময়ের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে রেখেছিল। এরপর থেকে তিনি শুধু আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচ খেললেও অন্য কোনো ফরম্যাটে খেলেননি। এখন বিজয় হাজারেতে পান্ডিয়ার অংশগ্রহণ নির্ভর করছে বরোদার নকআউটে জায়গা করে নেওয়ার উপর। ক্রুনাল পান্ডিয়ার নেতৃত্বাধীন দল বর্তমানে হায়দরাবাদে খেলছে এবং নকআউট পর্বে পৌঁছে যাওয়ার আশায় রয়েছে। ক্রুণালের বরোদা দল উদ্বোধনী ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে ৫০ ওভারে ৩০২/৭ রান করে। বিষ্ণু সোলাঙ্কি (৫৪) ও ভানু পানিয়া (৪৯*) এর গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় শিবালিক শর্মার ৯০ বলে ৮৬ রানের ইনিংস তাদের ৩০০ পেরিয়ে যেতে সাহায্য করে।