সংসদকক্ষের অভ্যন্তরে ধূমপান করতে দেখা গেল একজন আইনপ্রণেতাকে। কলম্বিয়ায় (Colombia) স্বাস্থ্যসেবা সংস্কার সংক্রান্ত একটি সংসদীয় বৈঠকের মাঝে বসে আইনপ্রণেতার ধূমপানের মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। কলম্বিয়ার গ্রিন অ্যালায়েন্স পার্টির সদস্য ক্যাথি জুভিনাও (Cathy Juvinao) গত ১৭ ডিসেম্বর চেম্বার অফ রিপ্রেজেন্টেটিভের একটি অধিবেশনে যোগ দিয়েছিলেন। আর সেখানেই ই-সিগারেট (Electronic Cigarette) ব্যবহার করে ধূমপান করতে দেখা যায় ক্যাথিকে। অধিবেশন কক্ষের ক্যামেরা তাঁর দিকে পড়তেই সঙ্গে সঙ্গে মুখ থেকে ই-সিগারেটটি বের করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নিন্দা, সমালোচনার ঝড় তুলেছে নেটবাসী।
সংসদীয় বৈঠক চলাকালীন অধিবেশিন কক্ষের অন্দরে স্বাস্থ্য নীতি সম্পর্কিত আলোচনার মাঝে আইনপ্রণেতার ধূমপানের দৃশ্য কিছুতেই মেনে নিতে পারছেন না নেটাগরিক। ভাইরাল ভিডিয়োটি নেটমহলে ক্ষোভের জন্ম দিয়েছে। নেটবাসী দাবি তোলেন, ভবিষ্যতে এমন ত্রুটির পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়ে অবিলম্বে ক্ষমা চাইতে হবে ক্যাথিকে। সেই দাবি মেনে নিজের ভুল স্বীকার করে অবশেষ ক্ষমাপ্রার্থনা করলেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখলেন, 'জনসম্মুখে ধূমপান করার ক্ষেত্রে আমি কোন খারাপ উদাহরণ হয়ে থাকতে চাই না'। আশ্বাস দেন, এই আচরণের পুনরাবৃত্তি আগামী দিনে হবে না।
সংসদীয় কক্ষের অন্দরে ধূমপান...
🇨🇴 In Colombia, Congresswoman Cathy Juvinao was caught secretly vaping during a parliamentary session discussing healthcare reform. pic.twitter.com/dqoba0iRyB
— David Lester Straight (@DavidLesterr_) December 20, 2024
উল্লেখ্য, সংসদীয় কক্ষ সহ কলম্বিয়ার (Colombia) সরকারি ভবনগুলিতে ধূমপান এবং ভ্যাপিং (ই-সিগারেট) কঠোরভাবে নিষিদ্ধ। সম্প্রতি ইলেকট্রনিক সিগারেট এবং ভ্যাপিং (Vaping) ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাস করেছে কলম্বিয়া।
ক্ষমা চাইলেন ক্যাথি...
Me disculpo con la ciudadanía por lo que pasó ayer en plenaria, no me sumaré al mal ejemplo que por estos días embriaga el discurso público y no se repetirá. Tengan la certeza de que hoy seguiré dando la batalla desde la Cámara con los argumentos y la rigurosidad de siempre.
— Cathy Juvinao 🏛🇨🇴 (@CathyJuvinao) December 18, 2024