Photo Credits: IANS

সিবিআই এখন আর নিজেদের হেফাজতে রাখতে চাইছেন না কালীঘাটের কাকুকে (Kalighater Kaku)। জানা যাচ্ছে সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকেই অনশনে রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra)। এমনকী প্রয়োজনীয় ওষুধ পর্যন্ত খাচ্ছেন না তিনি। ফলে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যে কারণে শনিবার আদালতে সুজয়কৃষ্ণকে জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানায়। যদিও সেই আবেদনের সায় দিয়ে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পানো হল কালীঘাটের কাকুকে।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি হেফাজতে থাকাকালীন সিবিআই তাঁকে গ্রেফতার করে। আর সেই গ্রেফতারির পর শারীরিক পরীক্ষার পর ৪ দিন নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে ছিলেন সুজয়কৃষ্ণ। আর এই চারদিনে খাবার বা ওষুধ কিছুই খাননি। যে কারণে অনেকটাই বেড়েছে সুগার লেভেল। সিবিআইয়ের অভিযোগ, উনি একজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব। ফলে উনি ভালো করেই জানেন যে কীভাবে অনশনে থেকে সমস্যার সমাধান করতে হয়। অনশন করে মেডিকেল এমার্জেন্সি করতে চাইছেন তিনি। তাই তাঁকে সিবিআই নিজেদের হেফাজতে রাখতে চাইছেন না।

অন্যদিকে কালীঘাটের কাকুর আইনজীবীর যুক্তি, উনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। ওনার শারীরিক অবস্থা ভালো নয়। তাই হেফাজতে না রেখে হাউস অ্যারেস্ট করে রাখা হোক। দুই পক্ষের যুক্তি শুনে অবশেষে সুজয়কৃষ্ণকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহেরও নির্দেশ দেয় আদালত।