দুদিনের কুয়েত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার ২১ ডিসেম্বর সকাল সকাল রওনা দিয়েছেন বিদেশ সফরের (PM Modi Kuwait Visit) উদ্দেশ্যে। দুপুর ৩টের আগেই মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছন নমো। দুদিনের কুয়েত সফরে মোদীর বেশ কিছু কর্মসূচি রয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক কুয়েত সফরকে সম্মান জানিয়ে শেখ সাদ আল আবদুল্লাহ স্পোর্টস কমপ্লেক্সে ‘হালা মোদী’ (Hala Modi) নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে মোদী সাক্ষাৎ করবেন কুয়েতের প্রবাসী ভারতীয়দের সঙ্গে। সাক্ষাৎ করবেন কুয়েত রাজ্যের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর সঙ্গেও। এছাড়াও ২৬'তম উপসাগরীয় গলফ কাপের (Arabian Gulf Cup) উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দেবেন নমো।
৪৩ বছর পর ভারতের প্রধানমন্ত্রীর কুয়েতে পা...
কুয়েত সিটির হোটেলে পৌঁছতেই সম্বর্ধনায় মুড়িয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে (Narendra Modi)। উপস্থিত ছিলেন বিশিষ্ট সব প্রবাসী ভারতীয়রা। মোদীকে দেখে সকলে ধ্বনি তোলেন, 'বন্দেমাতরম, বন্দেমারতম'।
আরও পড়ুনঃ মোদীর কুয়েত সফরের মাঝেই আরবি ভাষায় অনুবাদ হল রামায়ণ এবং মহাভারত
কুয়েত সিটির হোটেলে পৌঁছে মোদী দেখা করলেন বিশিষ্ট প্রবাসী ভারতীয়দের সঙ্গে...
#WATCH | Prime Minister Narendra Modi meets 101-year-old Ex-IFS officer Mangal Sain Handa in Kuwait City.
PM Modi is on a 2-day visit to Kuwait at the invitation of Sheikh Meshal Al-Ahmad Al-Jaber Al-Sabah, the Amir of the State of Kuwait. This is the first visit of an Indian… pic.twitter.com/T2qpgJm422
— ANI (@ANI) December 21, 2024
হোটেলে মোদীর জন্যে আয়োজন করা হয়েছিল ভারতের বিভিন্ন আঞ্চলিক নৃত্য প্রদর্শনী। সকলের সঙ্গে দাঁড়িয়ে সেই নৃত্য প্রদর্শনী উপভোগ করলেন মোদী।
#WATCH | Kuwait: Prime Minister Narendra Modi watches a performance by the artists, in Kuwait City
PM Modi is on a 2-day visit to Kuwait at the invitation of Sheikh Meshal Al-Ahmad Al-Jaber Al-Sabah, the Amir of the State of Kuwait. This is the first visit of an Indian Prime… pic.twitter.com/udJtBr8MuP
— ANI (@ANI) December 21, 2024
১৯৮১ সালে শেষবার তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) কুয়েত সফরে গিয়েছিলেন। দীর্ঘ ৪৩ বছর পর ভারতের প্রথম কোন প্রধানমন্ত্রী মুসলিম অধ্যুষিত এই দেশের সফরে গেলেন। এই সফরের হাত ধরে ভারতের সঙ্গে কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য মাত্রা পাবে বলে আশাবাদী নয়াদিল্লি।