![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/06/Court-380x214.jpg)
এলাহাবাদ: ভুয়ো ধর্ষণের মামলা (False Rape Case) দায়ের করে নির্দোষ মানুষদের (Innocent Persons) থেকে জোর করে টাকা (Money) আদায় করত। এই অভিযোগে দায়ের হওয়া এফআইআরের (FIR) ভিত্তিতে নাফিসা গ্যাংয়ের (Nafisa Gang) পাঁচ মহিলা সদস্যের নামে গ্রেফতারির (arrest) নির্দেশ ছিল। তার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) এফআইআর খারিজের (Quash) আবেদন জানিয়েছিল অভিযুক্তরা। কিন্তু, সেই মামলা খারিজ করে দিয়ে গ্রেফতারির আদেশেই সায় দিল এলাহাবাদ হাইকোর্ট।
সোমবার এই মামলার শুনানির সময় এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অঞ্জনী কুমার মিশ্র ও বিচারপতি গজেন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চ বিষয়টি খতিয়ে দেখে এই রায় দেয়। তাঁরা পর্যবেক্ষণ করেছেন যে আবেদনকারীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। তাই প্রশাসনকে এই বিষয়ে বিস্তারিত তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার সুযোগ দিতে হবে।
পাশাপাশি আদালত এটিও দেখে যে নিয়মে হাইকোর্টে আবেদন করা হয়েছে সেটি সঠিক পদ্ধতি নয়। আগাম জামিন বা ভারতীয় দণ্ডবিধির ৪৮২ ধারায় আবেদন না জানিয়ে যে পদ্ধতিতে এফআইআর খারিজের আবেদন করা হয়েছে সেটা যথাপুযক্ত নয়। তাই সেটা খারিজ করা হল।
তবে আদালত একথাও জানিয়েছে যে আবেদনকারীদের কাছে সুযোগ আছে ভারতীয় দণ্ডবিধির ৪৩৮ ধারায় যথাযথভাবে আগাম জামিনের জন্য আগে আবেদন করার। তারপর তারা ভারতীয় দণ্ডবিধির ৪৮২ ধারায় এফআইআর খারিজের জন্য আবেদন করতে পারে।
প্রসঙ্গত উল্লেখ্য, নাফিসা গ্যাংয়ের ওই পাঁচজন মহিলা সদস্যের নামে ভারতীয় দণ্ডবিধির ৩৮৪, ৪২০, ১৯৫, ৫০৬, ১২০-বি ও ২১১ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
'Prima Facie Case Made Out': Allahabad HC Denies Relief To 5 Women Of 'Nafisa Gang' Allegedly Involved In Filing False Rape Cases @ISparshUpadhyay https://t.co/BQs2SCmWe6
— Live Law (@LiveLawIndia) January 18, 2023
ss