নয়াদিল্লি: ছত্তিশগড়ের (Chhattisgarh) দুর্গ শহরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। গাড়ির পিছনের সিটের নীচে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটির শরীরে কামড়ানো, আঁচড়ানো এবং সিগারেটের পোড়া দাগ মিলিছে।
এই নৃশংস অপরাধে ক্ষুব্ধ হয়ে প্রতিবেশীরা গাড়ির মালিকের বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ শিশুটির কাকাকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে ধর্ষণ, নির্যাতন এবং হত্যার সঙ্গে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। এলাকায় ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি অস্থির, যার ফলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: UP Shocker: নাবালিকাকে অপহরণ, মুম্বই নিয়ে এসে ১ মাস ধরে লাগাতার ধর্ষণ, গ্রেফতার ১
নবরাত্রি উৎসব উপলক্ষে নাবালিকা তার আত্মীয়ের বাড়িতে কন্যা ভোজ (kanya bhoj) করতে গিয়েছিল। সেখান থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। অতিরিক্ত পুলিশ সুপার সুখনন্দন রাঠোর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ এবং আমাদের সংগৃহীত অন্যান্য পারিপার্শ্বিক প্রমাণের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আসল অপরাধী নাবালিকার কাকা সোমেশ যাদব। সে তার অপরাধ স্বীকার করেছে, তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। আরও তদন্ত চলছে।