ইন্ডিয়াস গট লেটেন্ট-এর (India’s Got Latent Controversy) সেট থেকে সোজা রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) বাড়িতে পৌঁছে গেল পুলিশ (Mumbai Police)। ফলে এবার ফের বিপাকে জনপ্রিয় ইউটিউবার। মঙ্গলবার বেলা গড়াতেই মুম্বই পুলিশের একটি দল ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাড়িতে পৌঁছে যায়। মুম্বই পুলিশের ৫ জনের একটি দল রণবীর এলাহাবাদিয়ার ভরসোভার বাড়িতে মঙ্গলবার পৌঁছে যায়। ইন্ডিয়াস গট লেটেন্ট নামের ইউটিউব শোয়ে রণবীর 'বাবা-মায়ের সঙ্গে সঙ্গম' নিয়ে যে মন্তব্য করেন, তাতে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। রণবীরের বিরুদ্ধে মুম্বই এবং গুয়াহাটিতে দায়ের করা হয় অভিযোগও। যার পর ক্ষমা চেয়ে নেন এলাহাবাদিয়া। তাও বিপাক কমছে না। এবার মুম্বই পুলিশের একটি দল সোজা পৌঁছে যায় এলাহাবাদিয়ার বাড়িতে। তথ্য সংগ্রহ করতেই রণবীরের বাড়িতে মুম্বই পুলিশের ওই দলটি পৌঁছয় বলে খবর। রণবীরের পাশাপাশি সময় রায়না, অপূর্বা মাখিজার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: India’s Got Latent Controversy: 'বাবা-মায়ের যৌনতা' নিয়ে ঠাট্টা, তামাশা, রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই প্রধানমন্ত্রীর সঙ্গে ইউটিউবারের ছবি পোস্ট করে কটাক্ষ বার্তা কংগ্রেস নেতার

রণবীর এলাহাবাদিয়ার বাড়িতে পৌঁছে গেল পুলিশ...

 

পুলিশ পৌঁছল রণবীর এলাহাবাদিয়ার ভরসোভার বাড়িতে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)