![](https://bnst1.latestly.com/uploads/images/2024/12/31-144.jpg?width=380&height=214)
ICC Men Player of the Month: বছরের প্রথম মাসে আইসিসি-র বিশ্বসেরা ক্রিকেটারের নাম ঘোষিত হল। জানুয়ারিতে আইসিসি-র বর্ষসেরা হলেন ক্যারিবিয়ান স্পিনার জোমেল ওয়াররিকান (Jomel Warrican )। দীর্ঘ ৩৫ বছর পর এশিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়ের কারিগর বার্বাডোজের ৩২ বছরের বাঁ হাতি স্পিনার জোমেল ওয়াররিকান-কে জানুয়ারির সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত করা হল। জানুয়ারির সেরার দৌড়ে জোমেলের সঙ্গে দৌড়ে ছিলেন ভারতের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী ও পাকিস্তানের স্পিনার নোমান আলি। কিন্তু পাকিস্তানে দু ম্যাচের টেস্ট সিরিজে ১৯টি উইকেট তুলে নেওয়ার সুবাদে জোমেলকেই সেরার পুরস্কার দেওয়া হল।
ক্যারিবিয়ান স্পিনাররা চমকে দিচ্ছেন
গত বছর মে-তে আইসিসি-র মাসের সেরা পুরস্কার পেয়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার গুদাকেস মোটাই। ৭ মাস পর এই পুরস্কার আবার পেলেন কোনও ক্য়ারিবিয়ান স্পিনার।
জানুয়ারির সেরা ক্রিকেটাররা
Jomel Warrican and Beth Mooney shine on the big stage! 🌟🔥
Warrican claims the ICC Men’s Player of the Month (Jan 2025) for his all-round heroics against Pakistan, while Mooney bags the Women’s award for her Ashes masterclass 🏏👏#Cricket #ICC #WestIndies #Australia pic.twitter.com/ZjWwhHWMmp
— Sportskeeda (@Sportskeeda) February 11, 2025
জানুয়ারির সেরা মহিলা ক্রিকেটার বেথ মনি
২০২৫ সালের প্রথম মাসের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মনি। জানুয়ারিতে নিজেদের দেশের মাটিতে মহিলাদের অ্যাসেজ ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন মনি। অস্ট্রেলিয়ার প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি হাঁকানোর নজির গড়েছেন মনি।