বাইশ গজকে বিদায় জানালেন ঘরোয়া ক্রিকেটের বড় নাম শেলডন জ্যাকসন। ৩৮ বছর বয়েসে পেশাদার ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন শেলডন। সৌরাষ্ট্রের ৬ ফুট উচ্চতার শেলডনের ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানটাও বেশ লম্বা। ৭ হাজার রানের পাশাপাশি সৌরাষ্ট্রের বড় ক্রাইসিস ম্যানও ছিলেন শেলডন। ১৪ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবিহাকভাবে ভাল খেলে তারকা ক্রিকেটারের মর্যাদা পান তিনি। এদিন, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে গুজরাটের বিরুদ্ধে শেষবার পেশাদার ক্রিকেটে খেলতে নামেন শেলডন।

২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেয়ে ক্রিকেট কেরিয়ারে বড় কিছু করে দেখানোর সুযোগ পান। এরপর ২০১১-তে সৌরাষ্ট্রের হয় ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন শেলডন। ভারতীয় এ দলের হয়ে খেলার সুযোগও পেয়েছিলেন। ২০২২ সালে ফের কলকাতা নাইট রাইডরার্স তাঁকে দলে নিয়েছিল। কিন্তু কখনই সেভাবে কিছুই করে দেখাতে পারেননি শেলডন।

অবসর নিলেন শেলডন জ্যাকসন

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)