তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুরে উদযাপিত হচ্ছে থাই পুসম (Thaipusam) উৎসব। ধর্মীয় উৎসব উপলক্ষ্যে তিরুভাল্লুরের (Thiruvallur) সিরুভাপুরী মুরুগান মন্দিরে মঙ্গলবার সকাল থেকে উপচে পড়ছে ভক্তদের ভিড়। দর্শনার্থীদের বিশাল জমায়েত নিয়ন্ত্রণের জন্যে মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ভিড় নিয়ন্ত্রণ করার মাঝে ঘটে গেল আপত্তিকর এক ঘটনা। কর্মরত ডেপুটি পুলিশ সুপারকে রূপান্তরকামী এক মহিলাকে থাপ্পড় মারতে দেখা গিয়েছে। ভিড়ের মাঝে একজন পুলিশ কর্মীর এমন অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে এগিয়ে আসেন অনেকে। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষেরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে।
রূপান্তরকামী মহিলাকে পুলিশের থাপ্পড়ঃ
திருநங்கையை கன்னத்தில் அறைந்த பெண் DSP.. அடிக்க பாய்ந்த திருநங்கைகள் - சிறுவாபுரியில் பரபரப்பு#thiruvallur #transgender #police #thanthitv pic.twitter.com/O2iaLaABO2
— Thanthi TV (@ThanthiTV) February 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)