Ranveer Allahbadia (Photo Credit: X)

দিল্লি, ১১ ফেব্রুয়ারি: 'বাবা-মায়ের সঙ্গে যৌনতা...' মন্তব্য ঘিরে বিপাকে রণবীর এলাহাবাদিয়া। 'ইন্ডিয়াস গট লেটেন্ট' (India’s Got Latent Controversy) নামের একটি ইউটিউব শোয়ে হাজির হয়ে রণবীর যে মন্তব্য করেছেন, তা অনাকাঙ্খিত বলে মত প্রকাশ করছেন দেশের বহু মানুষ। ফলে জনপ্রিয় ইউটিউবারের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়েরও হয়েছে। যার জেরে প্রকাশ্যে ক্ষমা চান রণবীর। তিনি নিজের মন্তব্যের প্রেক্ষিতে কোনও যুক্তি দিচ্ছেন না। যে মন্তব্য করেছেন, তা যথাযথ নয় বলে ক্ষমা চান এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। তা সত্ত্বেও বিতর্ক থামছে না। এবার রণবীর এলাহাবাদিয়ার ওই মন্তব্যে পৌঁছে যাচ্ছে সংসদে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির তরফে রণবীরকে নোটিশ পাঠানো হতে পারে বলে খবর। ইন্ডিয়াস গট লেটেন্ট নামের ওই শোয়ে এলাহাবাদিয়া যে মন্তব্য করেন, তার জেরে সংসদের ওই কমিটি ইউটিউবারকে নোটিশ পাঠানোর কথা চিন্তাভাবনা করছে বলে খবর।

শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, কৌতুকের নামে যা ইচ্ছা তাই বলা যায় না। প্ল্যাটফর্ম পেলেই যে তাঁকে যা ইচ্ছা তাই বলতে হবে কৌতুকের নামে, তা কখনও হয় না। রণবীরের কয়েক লক্ষ অনুগামী রয়েছেন। বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর পডকাস্টে হাজির হন। প্রধানমন্ত্রী তাঁকে পুরস্কার দিয়েছেন। তারপরও এলাহাবাদিয়া কীভাবে এই ধরনের মন্তব্যকরতে পারেন বলে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।

রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে মুম্বই এবং গুয়াহাটিতে অভিযোগ দায়ের হয়েছে। রণবীরের পাশাপাশি সময় রায়না, অপূর্বা মাখিজাদের বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। সবকিছু মিলিয়ে ক্ষমা চেয়েও কার্যত পার পাচ্ছেন না জনপ্রিয় ইউটিউবার।

সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'এর (India’s Got Latent) সাম্প্রতিক সম্প্রচারের একটি ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। যেখানে ইউটিউবার রণবীরকে একজন প্রতিযোগীর বাবা-মায়ের সহবাস, যৌনতা সম্পর্কে  অশ্লীল মন্তব্য করতে শোনা যায়। বিতর্কিত এই মন্তব্য শুনে অনুষ্ঠানের অন্যান্য অতিথি তথা বিচারকেরা উৎসাহে ফেটে পড়েন। এরপরেই ক্ষেপে যান নেটবাসীর একাংশ। অশ্লীল রসিকতা এবং অশালীন কথবার্তা প্রচারের সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে।