![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/ranveer-allahbadia-.jpg?width=380&height=214)
দিল্লি, ১১ ফেব্রুয়ারি: ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahbadia) বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কিছুটা কটাক্ষের সুরে বার্তা দিলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। নিজের সোশ্যাল হ্যান্ডেলে রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পোস্ট করে গৌরব লেখেন, প্রধানমন্ত্রী মোদী জনসমক্ষে এবং সোশ্যাল মিডিয়ায় যাঁদের সমর্থন করেছেন, তাঁদের প্রতি তিনি আরও নিবিড়ভাবে নজর দিন অনুগ্রহ করে। ব্যক্তিগত জীবনে মোদী যাঁকে পছন্দ করেন তাঁকে সমর্থন করতে পারেন। তবে তিনি যখন ভারতের প্রধানমন্ত্রী পদে আসীন, সেই সময় তিনি আরও দায়িত্বশীল হবেন বলে আশা করা যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এলাহাবােদিয়ার সঙ্গে মোদীর ছবি পোষ্ট করে এমনই লেখেন কংগ্রেস নেতা।
দেখুন কংগ্রেস নেতা গৌরব গগৈ কী লিখলেন...
I hope PM Modi will look more closely at the people he has endorsed publicly and on social media. In his personal life he is welcome to support whoever he likes, but the Prime Minister of India must be expected to be more responsible. pic.twitter.com/izTAvOaIGp
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) February 10, 2025
প্রসঙ্গত ন্যাশানাল ক্রিয়েটর হিসেবে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। এবার 'বাবা-মায়ের যৌনতার' প্রসঙ্গ তুলে রণবীর যখন মন্তব্য করেন, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। এরপরই রণবীর এলাহাবাদিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দায়ের হয়। যার জেরে প্রকাশ্যে ক্ষমা চান রণবীর। তিনি যে কৌতুক করেছেন, তা একেবারে সঠিক নয়। তাই নিজের সাফাই তিনি দিতে চান না বলেও জানান এলাহাবাদিয়া।
সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'এর (India’s Got Latent) সাম্প্রতিক সম্প্রচারের একটি ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। যেখানে ইউটিউবার রণবীরকে একজন প্রতিযোগীর বাবা-মায়ের সহবাস, যৌনতা সম্পর্কে অশ্লীল মন্তব্য করতে শোনা যায়। বিতর্কিত এই মন্তব্য শুনে অনুষ্ঠানের অন্যান্য অতিথি তথা বিচারকেরা উৎসাহে ফেটে পড়েন। এরপরেই ক্ষেপে যান নেটবাসীর একাংশ। অশ্লীল রসিকতা এবং অশালীন কথবার্তা প্রচারের সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে।