![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/banke-bihari-temple.jpg?width=380&height=214)
দিল্লি, ১১ ফেব্রুয়ারি: মথুরার (Mathura) বাঁকে বিহারী মন্দিরে (Banke Bihari Temple) হঠাৎ করে শুরু হয় বিবাদ। যা গড়ায় হাতাহাতিতে। চড়, কিল, থাপ্পড় একে অপরকে মারতে শুরু করে সেখানে হাজির একাংশের মানুষ অন্যদের। যে ঘটনায় ৩ জনের আহত হওয়ার খবর মেলে। মথুরার বাঁকে বিহারী মন্দিরে হঠাৎ করেই সেখানকার পুরোহিত এবং সাধারণ মানুষের সঙ্গে বিবাদ, হাতাহাতি শুরু হয়ে যায় বলে বেশ কিছু ভিডিয়োতে (Video) উঠে আসে। মারপিটের জেরে যে ৩ জন আহত হন, তাঁরা মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের করেন অভিযোগ। বৃন্দাবন থানাতেই আহত অভিযোগ দায়ের করেন বলে খবর।
জানা যায়, মুম্বই থেকে ১৭ জনের একটি দল বাঁকে বিহারী মন্দিরে যায়। তাঁরা পুজোর সময় প্রসাদ অর্পণ করতে চান ঈশ্বরের কাছে। যা থেকেই গণ্ডগোলের সূত্রপাত। বেশ কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে, উলটে তাঁদের পেটানো হয় মন্দির চত্ত্বরেই। যা থেকে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যেতে থাকে। খবর পেয়ে বৃন্দাবন থানার পুলিশ কর্মীরা সেখানে হাজির হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
দেখুন কীভাবে গণ্ডগোল ছড়ায় বাঁকে বিহারী মন্দিরে...
मथुरा : बांके बिहारी मंदिर में श्रद्धालुओं और पुजारियों में मारपीट, जमकर लात–घूंसे चले। प्रसाद चढ़ाने को लेकर विवाद हुआ था। @madanjournalist pic.twitter.com/kD4ZDOuLhN
— Sachin Gupta (@SachinGuptaUP) February 10, 2025
বাঁকে বিহারী মন্দিরে যে গণ্ডগোল শুরু হয়, তার একাধিক ভিডিয়ো সামনে আসতে শুরু করে। যেখানে স্পষ্ট দেখা যায়, মন্দিরের এক পুরোহিত দর্শনার্থীদের বেশ কয়েকজনের পিছন থেকে মাথায় কিল,চড়, ঘুঁষি মারতে শুরু করেন। নির্মমভালে তাঁদের পেটানো হয়। এমন ছবি ভিডিয়োতে উঠে আসে।
তবে এই প্রথমবার নয়, যখন বাঁকে বিহারী মন্দিরে এই ধরনের গণ্ডগোল ছড়াল। এর আগে গত বছর নভেম্বর মাসেও মথুরার এই মন্দিরে বিবাদ, গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, মন্দিরের নিরাপত্তার দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁরা ঈশ্বর দর্শনের জন্য মানুষকে সঠিক দিশা না দেখিয়ে, তাঁদের মারতে শুরু করে। লাঠি দিয়েও দর্শনার্থীদের পেটানো হয় বলে অভিযোগ। এমনকী মন্দিরের নিরাপত্তারক্ষীর হাতে এক কিশোরকে চড়ও খেতে হয়। এমন ছবিও উঠে আসে প্রকাশ্যে। যা নিয়ে চর্চা শুরু হয়। এবার সেই মন্দিরেই দর্শনার্থীদের সঙ্গে পুরোহিতদের বিবাদে পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে।