![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/1-995051604.jpg?width=380&height=214)
প্রয়াগরাজ, ১১ ফেব্রুয়ারিঃ বুধবার মাঘী পূর্ণিমা (Maghi Purnima)। মহাকুম্ভ 'শাহী স্নান'এর তিথি। তাই অন্যান্য দিনের তুলনায় এই দিন স্বাভাবিক ভাবেই ভিড়ের মাত্রা কয়েক গুন বাড়বে। একদিকে মহাকুম্ভে পুণ্যার্থীদের ভিড় বৃদ্ধি অন্যদিকে চোখে পড়ছে ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনিক 'অব্যবস্থা'। সঙ্গম যাওয়ার পথে প্রয়াগরাজের রাস্তায় তৈরি হচ্ছে ব্যাপক যানজট। প্রায় ৩০০ কিলোমিটার রাস্তা জুড়ে সারি দিয়ে সোমবার দাঁড়িয়ে ছিল তীর্থযাত্রীদের গাড়ি। না সামনে এগোনো যাচ্ছে না পিছনে আসার সুযোগ আছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকেছেন পুণ্যার্থীরা। মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনার পর মেলা নিয়ন্ত্রণে একাধিক প্রশাসনিক রদবদল আনেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। কিন্তু তা সত্ত্বেও মহাকুম্ভ মেলা (Mahakumbh Mela 2025) ঘিরে সাধারণ মানুষদের দুর্ভোগ অব্যাহত।
মাঘী পূর্ণিমা উপলক্ষে বুধবার ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে আসবেন কোটি কোটি পুন্যার্থী। তাই ভিড়ের মাঝে গাড়ির যানজট এড়াতে আগেভাগেই ব্যবস্থা নিয়েছেন যোগী। সোমবার রাতে রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। এরপরেই মেলাপ্রাঙ্গণে গাড়ির প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার। জানানো হয়েছে, মঙ্গলবার ভোর ৪টে থেকে মেলাপ্রাঙ্গণে গাড়ি নিয়ে আর প্রবেশ করা যাবে না। এমনকি বিকেল ৫টার পর থেকে গোটা শহর জুড়েই গাড়ি প্রবেশে কড়াকড়ি করে দেওয়া হয়েছে।
যোগী সরকারের নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, বিভিন্ন রুট এবং বিভিন্ন রাজ্য থেকে আসা গাড়ির জন্যে আলাদা আলাদা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে পায়ে হেঁটে মেলায় পৌঁছতে হবে। পুণ্যস্নান সেরে পুন্যার্থীরা যতক্ষণ না মেলাপ্রাঙ্গন ছাড়ছেন, ততক্ষণ এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে জরুরি পরিষেবাগুলোর ক্ষেত্রে নির্দেশিকা কার্যকর হবে না বলেই জানিয়েছে প্রশাসন।