মুম্বই,৭ এপ্রিল: এবার আধুনিকমানের বুলেট প্রুফ গাড়ি কিনলেন সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সাম্প্রতিক হুমকির পরই এবার বুলেট প্রুফ গাড়ি কেনেন সলমন খান। নিরাপত্তার খাতিরেই সলমন খান এবার আধুনিকমানের বুলেট প্রুফ গাড়ি কেনেন। যা এই মুহূর্তে ভারতে নেই। ভারতে এসইউভির ওই আধুনিক মডেল আর কয়েকদিনের মধ্যেই লঞ্চ হবে। তারপরই তা হাতে আসবে সলমন খানের।
গত মাসেই ইমেলের মাধ্যমে টিম সলমন খানকে হুমকি দেওয়া হয়। সলমন খান ক্ষমা চেয়ে নিন বিষ্ণোই সম্প্রদায়ের কাছে, না হলে তাঁকে ফল ভুগতে হবে বলে দেওয়া হয় হুমকি। লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পর থেকেই জোর শোরগোল শুরু হয়ে যায়। লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পরপরই এবার সলমন খান (Salman Khan) আধুনিকতম বুলেট প্রুফ এসইউভি কিনলেন বলে খবর।